ক্যাম্পাস

বঙ্গমাতার জন্মদিনে ঢাকা কলেজে আলোচনা সভা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জিয়াউর রহমানের গোপন যোগসূত্র ছিল। খুনিদের জিয়া বলেছিলেন-গো অ্যাহেড। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা যাবে না এ কালো আইনও তিনি তৈরি করেছিল। অথচ তখন দ্বিতীয় সেনাপ্রধান হিসেবে তার দায়িত্ব ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দেশ রক্ষা করা।’

তিনি বলেন, ‘এ দেশের ছাত্র রাজনীতিতে অপসংস্কৃতি ও সন্ত্রাসবাদ তৈরির জনক ছিলেন জিয়াউর রহমান। এ ধারা পরবর্তীতে খালেদা জিয়া তারপর তারেক জিয়া অব্যাহত রেখেছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। জাতির জনক যখন কারাগারে ছিলেন বঙ্গমাতা তখন সংসার সামলে দেশের জন্য কাজ করেছেন।’

Advertisement

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য গোলাম রাব্বানী চিনু।

এছাড়া ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস সিকদার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস অলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, ছাত্রলীগের নেতাকর্মীরা, শিক্ষার্থী, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নাহিদ হাসান/এমআইএইচএস/এমএস

Advertisement