খেলাধুলা

এতোদিন হয়নি, আজ থেকে আলোচনা শুরু!

কথা ছিল এবং বোর্ড থেকে বলাও হয়েছে মঙ্গলবারই অধিনায়ক মনোনয়নের কাজ চূড়ান্ত হবে। কিন্তু তা হয়নি। সোয়া ঘণ্টারও বেশি সময় ধরে মিটিং করেও অধিনায়ক ঠিক করতে পারেনি বিসিবি। পরিচালকরা সবাই বসে দীর্ঘ সময় একান্তে বৈঠক করেছেন; কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

Advertisement

বৈঠক শেষে বোর্ডের সিনিয়র পরিচালক জালাল ইউনুস কথা বলতে এসে জানালেন, ‘আমরা পরিচালকরা মিলে সভাপতি নাজমুল হাসান পাপনকে দায়িত্ব দিয়েছি। তিনিই নতুন ওয়ানডে ক্যাপ্টেন ঠিক করবেন। শুধু অধিনায়ক মনোয়নের কাজ না হওয়াই নয়, সম্ভাব্য অধিনায়ক প্রার্থীদের সাথে নাকি আজকের আগে বোর্ড কর্তাদের কোন কথাও হয়নি।

মঙ্গলবার পড়ন্ত বিকেলে মিডিয়ার সাথে আলাপে জালাল ইউনুস সে কথা স্বীকারও করেছেন; কিন্তু তামিম ৩ আগস্ট ওয়ানডে অধিনায়কের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও গত ৫ দিনে তারা নিজেদের মধ্যে কথা বলে কাউকে অধিনায়ক মনোনীত করতে পারলেন না?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বোঝানোর চেষ্টা করেন, সম্ভাব্য অধিনায়ক প্রার্থীদের সাথে সেভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তারা নিজেরা মানে পরিচালকরা বসে কথা বলেছেন। এখন তারা চান অধিনায়কের পছন্দর তালিকায় যারা আছেন, তাদের সাথে কথা বলে নিতে। তাদের সুবিধা-অসুবিধা জেনে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।

Advertisement

আর তাই জালালের মুখে এমন সংলাপ, ‘প্রথম কথা হচ্ছে তারা (অধিনায়কের সম্ভাব্য প্রার্থীরা) এখন কয়েকজন বাইরে আছে। তবে টেলিফোনে আলাপ করা যায়। এরমধ্যে আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা ছিল। কারণ, যাকে দেওয়া হবে, আমরা চাচ্ছি যে তাকে ভালোভাবে বুঝে শুনে এখানে ফরম্যাটগুলো আছে, কাউকে সব ফরম্যাটে দিবো বা দুই ফরম্যাটের জন্য কি না ক্যাপ্টেন্সির জন্য যাকে বলা হবে তারা রাজি আছেন কি না- এসব আলাপ আলোচনার জন্য সময় নেওয়াটা। যেহেতু এখানে অনেক কিছু ইস্যু চলে আসছে মাননীয় প্রেসিডেন্টকে সবাই বলেছে আপনি দায়িত্ব নিয়ে তাদের সাথে কথা বলেন এবং আমাদের নির্বাচিত যে ক্যাপ্টেন হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে।’

জালাল স্বীকার করেছেন, ‘অধিনায়ক হিসেবে সম্ভাব্য পছন্দের তালিকায় যারা আছেন সেই সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের সাথে এখন পর্যন্ত বোর্ড কর্তাদের আলোচনা হয়নি।’

এ সম্পর্কে জালালের ব্যাখ্যা, ‘না আলাপ আলোচনা হয়নি। আজকে থেকে বোর্ড প্রধান আলোচনা শুরু করবেন। যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন আজকে সুতরাং আজকে থেকে অফিসিয়ালি আলাপ আলোচনা শুরু হবে।’

এআরবি/আইএইচএস

Advertisement