আগামী জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা কলেজে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
Advertisement
আওয়ামী লীগের তৃনমূলে বিরোধ আছে কি না এমন প্রশ্নের জবাবে শামীম বলেন, অনেক ক্ষেত্রে বড় সংসার হলে ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হতেই পারে। এখানে বার্তা হলো একটাই, যেটা জেলার নেতারা বর্ধিত সভায় দিয়ে গেছেন। জাতির পিতার কন্যা জানতে চেয়েছেন উনার ওপর আস্থা আছে কি না, উনি যেটা বলবেন সেটা মানবেন কি না, যে মার্কা দেবেন সেই মার্কায় নির্বাচন করবেন কি না। সবাই হাত তুলে দেখিয়েছেন যাকে নৌকা দেবেন সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যেই পরিবর্তন আসবে: দুদু
তিনি আর বলেন, দ্বিধা-দ্বন্দ্ব সব পরিবারেই আছে কমবেশি। তবে অন্য সংগঠনের মতো অত নেই। আমাদের যেহেতু সংগঠন বড় টুকটাক সমস্যা মেনে নিয়েই রাজনীতি। আমাদের বিশেষ বর্ধিত সভার একটাই বার্তা সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করবে। নির্বাচনে নৌকা বিজয়ী হবে এবং শেখ হাসিনার সরকার আবারও প্রতিষ্ঠিত হবে।
Advertisement
রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের বিষয়ে শামীম বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দূতাবাসের বৈঠক এসব রুটিন কাজ। এদেশে যারা হাইকমিশনার রয়েছেন, তাদেরই পার্ট অব জব হলো পলিটিক্যাল নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আবার বিদেশে বাংলাদেশের দূতাবাসে যারা কর্মরত রয়েছেন তারাও এই একই কাজ করেন।
নাহিদ হাসান/জেডএইচ/এমএস