পৃথিবীতে বৃক্ষপ্রেমী মানুষের অভাব নেই। অভ্যাসবশতই তারা গাছ লাগিয়ে থাকেন। আবার কেউ কেউ ঘরবাড়ি সাজাতেও বিভিন্ন ধরনের গাছ ব্যবহার করেন। গাছের প্রতি এমন প্রেম অবশ্যই ভালো। কিন্তু তার জন্য চুরির পথ বেছে নেওয়া নিশ্চয় ভালো দেখায় না। সম্প্রতি দামি গাড়িতে করে এসে রাস্তার পাশে সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো গাছ চুরি করছেন এক নারী ও এক পুরুষ, এমন দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও।
Advertisement
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে। তথ্য অনুসারে, গত ২৯ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজস্থানের দৌসা জেলার আভানেরি সার্কেলের কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি কালো রঙের স্করপিও গাড়ি থামে। একটু পরেই তা থেকে নেমে আসেন এক নারী ও এক পুরুষ। এরপর দুজন মিলে রাস্তার পাশে সৌন্দর্যবধনের জন্য রাখা বেশ কয়েকটি গাছ চুরি করেন।
আরও পড়ুন>> ঘরে কিছু না পেয়ে উল্টো ৫০০ টাকা রেখে গেলো ‘মানবিক’ চোর!
সেদিন গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার আগে তারা অন্তত নয়টি গাছের টব চুরি করেছিলেন।
Advertisement
Video of a couple stealing plants placed alongside Delhi-Mumbai Expressway goes viral on social media.Watch: https://t.co/QoIN1kI3SK pic.twitter.com/pprZvNyQek
— editorji (@editorji) August 2, 2023এক্সপ্রেসওয়ের নিরাপত্তায় সার্বক্ষণিক সিসি ক্যামেরা চালু থাকে। ফলে ওই যুগলের চুরির দৃশ্য ধরা পড়ে যায় তাতে। দেখা যায়, পরে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথোরিটি (এনআইচএআই) দৌসা জেলার বান্দিকুই থানায় গাছ চুরির ঘটনাটি জানায়। এ বিষয়ে মামলা করার নির্দেশ দিয়েছেন আঞ্চলিক আধিকারিক হরিশ শর্মা।
আরও পড়ুন>> ফোন চুরি করেছিল যে, তারই প্রেমে পড়লেন নারী
এনআইচএআই’র প্রকল্প পরিচালক সাহিরাম বলেছেন, সরকার যখন বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের প্রচারণা চালাচ্ছে, তখন কিছু লোক সেই গাছপালা চুরি করতেও দ্বিধা করছে না। এ ঘটনায় গাড়ির আরোহীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে।
Advertisement
গাছচোরদের খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন>> মুক্তির ৪ মাস আগে জেল পলায়ন, ফের মিললো ৪০ বছরের সাজা
সূত্র: ইন্ডিয়া টুডেকেএএ/