ফেনীর পরশুরাম সরকারি পাইলট হাই স্কুলে বৃষ্টি হলে ছাতা মাথায় দিয়ে শ্রেণি কার্যক্রম চলা সেই ভবনটি পরিদর্শনে করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা।
Advertisement
তিনি খোঁজখবর নিয়ে ভবনের বিস্তারিত বিষয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারকে জানান। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পদক্ষেপের কথা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরশুরামের সেই ভবনটির বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হলে তা সংশ্লিষ্টদের নজরে আসে। একপর্যায়ে সোমবার দুপুরে ফেনী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসরাত নুসরাত সিদ্দিকা পরিদর্শনে যান। এসময় স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী, সহকারী প্রধান পেয়ার আহমেদ ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা জাসদ সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শ্রেণিকক্ষে ছাতা মাথায় ক্লাস
Advertisement
স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী জানান, স্কুলের তৃতীয় তলার ভবনটির সংস্কার করতে নির্বাহী প্রকৌশলীকে মোবাইল ফোনে নির্দেশনা দেন স্থানীয় সংসদ সদস্য শিরীন আখতার। একই সঙ্গে তিনি জরাজীর্ণ ভবনটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণে বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/জেআইএম