আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী মামলা

পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রধান ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের আইনে মামলা দায়ের করা হয়েছে। পাকিস্তানের ফয়সালাবাদে এক র‌্যালিতে সহিংসতার অভিযোগে গত মঙ্গলবার ওই মামলা দায়ের করা হয়। খবর পিটিআইয়ের।পাঞ্জাবের সাবেক আইনমন্ত্রী রানা সানাউল্লাহ গত সোমবারের র‌্যালিতে সংঘর্ষের ঘটনায় ইমরানসহ অন্যদের অভিযুক্ত করার পরই এ মামলা দায়ের করা হয়।ওই ঘটনায় সাবেক ক্রিকেটার ইমরান খান ছাড়াও পাকিস্তান আওয়ামী মুসলিম লিগের প্রধান শেখ রশিদ এবং পিটিআইয়ের শাহ মাহমুদ কোরেশী, আরিফ আলভি ও আসাদ উমরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।সানাউল্লাহ দাবি করেছেন, নৈরাজ্য সৃষ্টি ও দেশের অবস্থাকে অস্থিতিশীল করতেই পিটিআই ফয়সালাবাদে ওই ধর্মঘটের ডাক দেয়। পিটিআইয়ের সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন সানাউল্লাহ।

Advertisement