দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে সদ্য নিযুক্ত কোরিয়া রিপাবলিকের রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক।
Advertisement
সোমবার (৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।
বৈঠকের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশে সদ্য নিযুক্ত কোরিয়া রিপাবলিকের রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক আজ বেশকিছুক্ষণ সময় কাটিয়ে গেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বাইরে ঝিরঝিরে বৃষ্টির শীতলতা থাকলেও আমাদের আলোচনা ছিল কী করে দুই দেশের সম্পর্ক আরও উষ্ণ করা যায়।
তিনি বলেন, বাংলাদেশে পোশাকশিল্পের শুরু দিনগুলো থেকেই কোরিয়া রিপাবলিকের অবদান রয়েছে। গত দেড় দশকে বাংলাদেশের অভাবনীয় অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেন পার্ক। কোরিয়া রিপাবলিক আরও নিবিড়ভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় বলেও জানান তিনি।
Advertisement
আমাদের চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে উভয়পক্ষের সন্তোষ রয়েছে। রাজনৈতিক বন্ধন সুদৃঢ় করতে উভয়পক্ষের ঊর্ধ্বতন সফর প্রয়োজনীয়তার কথা আলোচনা করেছি আমরা।
আইএইচআর/জেএইচ/এমএস