অতি বৃষ্টি ও জলবদ্ধতার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সরকারি-বেসরকারি সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
Advertisement
সোমবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।
আরও পড়ুন>> চট্টগ্রামে টানা বর্ষণ: জলাবদ্ধতায় চরম ভোগান্তি, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
তিনি জানান, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল ৮ আগস্ট শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম (ক্লাস) বন্ধ থাকবে।
Advertisement
চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৬ আগস্ট) বিকেল ৩টা থেকে সোমবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অতিভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ১২ আগস্ট পর্যন্ত এ ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড় ধসের আশঙ্কাও করা হচ্ছে।
এএএইচ/ইএ/এএসএম