তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপের তথ্য চুরি করছে ফোনের যে অ্যাপ

প্রতি মুহূর্তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কয়েক কোটি মানুষ। ব্যক্তিগত চ্যাট, অফিসিয়াল চ্যাট, মিটিং, গ্রুপ কল, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান সবই করা যায় এই একটি প্ল্যাটফর্মে। যে কারণে হোয়াটসঅ্যাপের এত জনপ্রিয়তা। তবে আপনার স্মার্টফোনে থাকা একটি অ্যাপ হোয়াটসঅ্যাপের তথ্য চুরি করছে।

Advertisement

সম্প্রতি সাইবার সিকিউরিটি ফার্ম জানিয়েছে সেভচ্যাট নামের অ্যাপটি ব্যবহারকারীদের ডেটা চুরি করছে। তারা বলছেন, অ্যাপটি মূলত একটি উন্নত ম্যালওয়্যার, যা ছদ্মবেশে নিজেকে একটি চ্যাটিং অ্যাপ হিসেবে সবার সামনে তুলে ধরেছে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় আসছে ই-মেইল আইডি ফিচার

এটি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং এমনকি মেসেঞ্জারের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপ থেকে ডেটা চুরি করছে। এটি বিশেষ ভাবে আরও বেশি ইউজারদের ডিভাইসের পারমিশন অ্যাক্সেস করতে পরিচালনা করা হয়, যা ইউজারদের জন্য একটি বড় থ্রেট হতে পারে।

Advertisement

এই অ্যাপটি ইনস্টল করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর ফোনে একটি ম্যালওয়ার নিজে থেকেই ডাউনলোড হয়ে যাচ্ছে। আর ইনস্টল করার পর থেকেই অনেক কিছু অ্যাক্সেস চাইছে। তারপরে যখনই সেই সব কিছুর অ্যাক্সেস দিয়ে দেওয়া হচ্ছে, তখনই ম্যালওয়্যারটি ফোনের সব ডেটা চুরি করে নিচ্ছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

Advertisement