সাহিত্য

আমার শুধু তুমি নেই!

ওয়ালিদ জামান

Advertisement

আমার কাছে আমার একটা আকাশ আছেহাত বাড়ালে ছুঁতে পারি ইচ্ছে হলেই তাকেযখন খুশি ইচ্ছে যেমন চাইতে পারি কাছেআনন্দ-সুখ, নীল বেদনা, দুঃখরা সব থাকে।

আমার কাছে বৃষ্টি আছে অঝোর ধারায় ঝরাভিজতে পারি এখন সকাল কিংবা সন্ধ্যারাতেচাইতে পারি শেষ বিকেলের রোদ, দুপুরবেলায় খরাগাইতে পারি একলা আমি নিজেই নিজের সাথে।

অমাবস্যার চাঁদ আছে, আছে পূর্ণিমার আলোজানালা খুলে দেখতে পারি, দৃষ্টি জুড়ায় তাতেজোনাক বাতি আমার সাথী অন্ধকারে হলোচাইলে আমার রাত্রিগুলো মাতাল হাওয়ায় মাতে।

Advertisement

আমার শুধু তুমি নেই, খুব চাইলেও যায় না ছোঁয়াঅপেক্ষাতে প্রহর গুনে একলা সময় কাটেতোমারও কি আমি নেই, লাগে এমন হয় না পাওয়ামনে নীরব দহন, রক্তক্ষরণ হাটে!

এসইউ/জিকেএস