দেশজুড়ে

পাওনা টাকা নিয়ে বিতণ্ডা, নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা টাকা দিতে দেরি করায় বিলকিস আক্তার (৩০) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। রোববার (৬ আগস্ট) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের ইন্দাচুল্লি গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

বিলকিস আক্তার ওই গ্রামে আব্দুল করিমের স্ত্রী। অভিযুক্তের নাম নুরে আলম। তিনি গুনধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

আরও পড়ুন: নাগরপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্থানীয়রা জানান, বিলকিস আক্তারের স্বামী আব্দুল করিমের কাছে গুনধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরে আলম ৫০ হাজার টাকা পান। আব্দুল করিম নোয়াখালীতে একটি ইটভাটায় কাজ করে বাড়ি ফেরার খবরে টাকা চাইতে যায় নুরে আলম। বাড়িতে আব্দুল করিমকে না পেয়ে বিলকিস আক্তারের সঙ্গে তর্কে জড়ায় নূরে আলম। এক পর্যায়ে বিলকিস আক্তারকে রাস্তায় এনে কিল-ঘুসি ও পিঠিয়ে গুরুতর আহত করেন তিনি। গুরুতর আহত বিলকিস আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসকে রাসেল/আরএইচ/জিকেএস