ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে রোববার (৭ আগস্ট) দিল্লি যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। এ নিয়ে বাংলাদেশের মতো ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে, চলছে আলোচনা। এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকাও। কিন্তু সেই সংবাদে ভুলবশত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক দাবি করে প্রয়াত নায়করাজ রাজ্জাকের ছবি ব্যবহার করা হয়েছিল।
Advertisement
রোববার সকালে ‘আওয়ামী লীগের দল আজ দিল্লিতে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় আনন্দবাজার পত্রিকা অনলাইনে। সেখানে বলা হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তথা কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে চার দিনের সফরে নয়াদিল্লি পৌঁছাবেন বাংলাদেশের শাসক দলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
কিন্তু ওই প্রতিবেদনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নাম বললেও পত্রিকাটি ব্যবহার করেছিল নায়করাজ রাজ্জাকের ছবি। পরে ভুল সংশোধন করে ক্ষমা চায় তারা।
***সংশোধিত
Advertisement
কেএএ/