দেশজুড়ে

সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামে সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহাদুল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (৫ আগস্ট) সকালে ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া গ্রামে এ ঘটনা ঘটে। মো. শাহাদুল ইসলাম উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া গ্রামের শহিদ মোড় এলাকার শামছুল হকের ছেলে।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মাটিতে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেলো গৃহবধূর

Advertisement

স্থানীয়রা জানান, মো. শাহাদুল ইসলাম শনিবার সকালে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পের সুইচ দেন। একাধিকবার চেষ্টা করেও বৈদ্যুতিক মোটরে সংযোগ না পাওয়ায় মেইন সুইচ বন্ধ না করেই সুইচ বোর্ড খুলেন। এতে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেচ পাম্পের পাশের পুকুরে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পাওয়া না গেলে মরদেহ পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হবে।

ফজলুল করিম ফারাজী/জেএস/এমএস

Advertisement