দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ভীষণ বাবা-মা ভক্ত। তিনি প্রায়ই তার বাবা-মাকে নিয়ে বিভিন্ন ধরনের হৃদয় ছুঁয়ে যাওয়া কথা সোশ্যাল মিডিয়ায় লেখেন। এসব লেখা তার অনুরাগীদের মন ছুঁয়ে যায়।
Advertisement
সম্প্রতি চঞ্চল চৌধুরীর বাবা প্রয়াত হয়েছেন। বাবাকে হারিয়ে চঞ্চল মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন। বাবাকে নিয়ে অনেকে আবেগঘন লেখা লিখেছেন।
সদ্য প্রয়াত বাবাকে ভীষণ মিস করছেন চঞ্চল। দেশে-বিদেশে যেখানেই থাকেন বাবাকে বেশি মনে পড়ছে তার। এবার চঞ্চল তার বাবাকে নিয়ে লিখেছেন আরও একটি মন ছুঁয়ে যাওয়া লেখা।
আরও পড়ুন: বাবা হারালেন চঞ্চল চৌধুরী
Advertisement
আজ (৫ আগস্ট) চঞ্চল তার ফেসবুকে বাবার স্মৃতিচারণ করে লিখেছেন, যখনই দেশের বাইরে যাই, সবচেয়ে বেশি উতলা থাকতো যে দুজন মানুষ, তারা হলেন, বাবা-মা। ঠিকমতো পৌঁছালাম কি না, শরীর ভালো আছে কি না, ঠিক মতো খাওয়া-দাওয়া করছি কি না, কবে ফিরবো, সাবধানে যেন ফিরি! এইতো বাবা-মা!
আরও পড়ুন: পাঁচ বোনের সঙ্গে হাজির চঞ্চল চৌধুরী
চঞ্চল আরও লেখেন, বাবা আমাদের ছেড়ে চলে গেছে প্রায় আটটি মাস। বাবা চলে যাওয়ার পর পেশাগত কাজে অনেক বেশি দেশের বাইরে যেতে হয়েছে। একাধিকবার ভারত, তারপর ইতালি, আমেরিকা, সর্বশেষ অস্ট্রেলিয়া।
যখন আকাশে সাদা তুলার মতো মেঘের ভেতর দিয়ে উড়ে যাই হাজার মাইল, মেঘের রাজ্যে বাবাকে খুঁজতে থাকি, কোথায় বাবা তুমি? তুমি তো দূর আকাশের তারা হয়ে গেছো! আমি তোমার অনেক কাছে চলে এসেছি, তবুও তোমায় দেখতে পাই না কেন বাবা? চোখটা ঝাপসা হয়ে আসে চোখের জলে, আরও দূরে খুঁজে ফিরি তোমার মুখটা। কাল রাতে অস্ট্রেলিয়া থেকে ঢাকা ফিরলাম, সকালে ঘুম থেকে উঠেই মায়ের সাথে ভিডিও কলে কথা বললাম, ভাই-বোন সবার সাথেই, শুধু তুমি বাদে।
Advertisement
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে চঞ্চল চৌধুরী
কত সম্মান কত আদর করলো মেলবোর্ন আর সিডনির আপন জনেরা, তুমি নিশ্চয়ই সব দেখেছো দূর থেকে, অনেকদিন তোমার জন্য ঘড়ি কেনা হয় না বাবা। তোমার হাতের শেষ ঘড়িটা এখন শুদ্ধর হাতে পরম যত্নে শোভা পায়, সময় তোমাকে অন্যলোকে নিয়ে গেছে, ভালো থেকো বাবা।
এমএমএফ/এএসএম