তথ্যপ্রযুক্তি

৪৯৯ টাকায় ইয়ারফোন

ভারতের নাম্বার ওয়ান অডিও ওয়ার্যাবল ব্র্যান্ড বোটের চমৎকার ফিচার সম্বলিত ‘ব্যাসহেডস ১০০’ মডেলের ইয়ারফোন বাংলাদেশের বাজারে এনেছে ডিএক্স গ্রুপ।

Advertisement

১০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার, সঙ্গে সুপার এক্সট্রা বেইজ ফিচারের অনবদ্য কম্বিনেশন ব্যবহারকারীদের নেক্সট লেভেল মিউজিক এক্সপেরিয়েন্স করতে সহায়তা করবে।

আরও পড়ুন: এক চার্জে ১৮ দিন চলবে এই স্মার্টফোন

ইয়ারফোনটির দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি ব্যবহারকারীদের ডিজিটাল স্মার্ট মিউজিক এক্সপেরিয়েন্সে এক অনন্য মাত্রা সংযোজন করবে। এছাড়া ব্যাসহেডস ১০৩ মডেলের ইয়ারফোনের দাম ৫৯৯ টাকা।

Advertisement

এছাড়া ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টিসহ আকর্ষণীয় সব ফিচারের সমন্বয়ে বোটের ১৭টি এক্সক্লুসিভ স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট বাংদেশের বাজারে সব রিটেইল চ্যানেল ও অনলাইনে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: স্মার্টওয়াচে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার সহজ উপায়

২ হাজার ৯৯৯ টাকায় ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ, ৪ হাজার ৪৯৯ টাকায় নয়েস ক্যান্সেলেশন ইয়ারবাডস, ২ হাজার ৯৯৯ টাকায় ওভারহেড হেডফোন ও ১ হাজার ৯৯৯ টাকায় ১৪ ওয়াট পোর্টেবল ওয়্যারলেস স্পিকার আছে।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, ‘আমরা তরুণদের কথা মাথায় রেখে কাজ করছি। বোটের আকর্ষণীয় ফিচারের বিভিন্ন মডেলের এসব গ্যাজেটে থাকছে টপ নচ টেকনোলজি। যা ব্যবহারে তরুণদের লাইফস্টাইল গ্যাজেট নির্ভর চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Advertisement

এসইউ/এএসএম