জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৯ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৪তম বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের ৩য় পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?উত্তর : ইভোলিউশন।২. প্রশ্ন : কোন খাদ্যে প্রোটিন বেশি?উত্তর : মসুর ডাল।৩. প্রশ্ন : কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?উত্তর : খেসারী।৪. প্রশ্ন : সুনামির কারণ কী?উত্তর : সমুদ্র তলদেশের ভূমিকম্প।৫. প্রশ্ন : জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?উত্তর : পানি সেচ।৬. প্রশ্ন : নবায়ণযোগ্য জ্বালানি কোনটি?উত্তর : পরামাণু শক্তি।৭. প্রশ্ন : কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?উত্তর : শুশুক।৮. প্রশ্ন : প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?উত্তর : বৃষ্টি।৯. প্রশ্ন : Lunar eclipse occurs on -উত্তর : A full moon day.১০. প্রশ্ন : The term PC means -উত্তর : Personal computer.১১. প্রশ্ন : পরমাণুর নিউক্লিয়াসে কী কী থাকে?উত্তর : নিউট্রন ও প্রোট্রন।১২. প্রশ্ন : গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয়?উত্তর : সালফিউরিক।১৩. প্রশ্ন : ‘Botany’ is to ‘plants’ as ‘Zoology’ is to__.উত্তর : animals.১৪. প্রশ্ন : Tiger : Zoology :: Mars :উত্তর : Astronomy.১৫. প্রশ্ন : ‘Maiden speech’ means.উত্তর : First speech.১৬. প্রশ্ন : What is the masculine gender of ‘mare’?উত্তর : Stallion.১৭. প্রশ্ন : প্রাণদ : জল : মহীজ : ?উত্তর : গ্রহ।১৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?উত্তর : ৭ মার্চ ১৯৭৩।১৯. প্রশ্ন : বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?উত্তর : বিশ্ব ব্যাংক।২০. প্রশ্ন : বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?উত্তর : ১৭৯৩ সালে।এসইউ/এমএস

Advertisement