জাতীয়

চন্দনাইশে বিপন্ন হনুমান উদ্ধার, বাসচালকের কারাদণ্ড

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিপন্ন প্রজাতির কালো হনুমান বা কালো বানর উদ্ধারের ঘটনায় মো. জসীম উদ্দীন (৪০) নামের এক বাসচালককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডিত জসীম কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড পোঁচপাড়া এলাকার মৃত সামশুল আলমের ছেলে। তিনি এস আলম পরিবহনের একটি বাসের চালক বলে জানিয়েছে পুলিশ।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বিপন্ন প্রজাতির একটি কালো হনুমান বা কালো বানর চকরিয়া থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ঢাকায় নেওয়া হচ্ছিল। হনুমানটিকে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে হনুমানটি উদ্ধার করা হয়। এসময় পাচারে জড়িত বাসচালক জসিমকে আটক করা হয়।

Advertisement

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চন্দনাইশ উপজেলার এসিল্যান্ড তাকে দুই মাসের কারাদণ্ড দেন।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বিশ্বজুড়ে বিভিন্ন প্রাণীর পরিচিতি বা বর্তমান অবস্থা নিয়ে কাজ করে। সংগঠনটির তালিকার মাধ্যমে প্রত্যেক প্রজাতির প্রাণীর বর্তমান অবস্থা বা বিলুপ্তির সম্ভাবনা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। আইইউসিএনের তালিকায় চশমা পরা হনুমান বা কালো বানর প্রজাতিকে বিপন্ন হিসেবে দেখানো হয়েছে।

ইকবাল হোসেন/এমকেআর /জেআইএম

Advertisement