ক্যাম্পাস

অস্ত্র নয়, জ্ঞানই নতুন সহস্রাব্দের সম্পদ : জাফর ইকবাল

অস্ত্র নয়, জ্ঞানই হচ্ছে নতুন সহস্রাব্দের সম্পদ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক অধ্যাপক ড. জাফর ইকবাল। শুক্রবার চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চট্টগ্রাম আঞ্চলিক অধিবেশনে সহস্রাধিক শিক্ষার্থীর সামনে বক্তৃতার সময় তিনি এ কথা বলেন।অধ্যাপক জাফর বলেন, আমি এই জ্ঞানের অঙ্গনেরই একজন মানুষ এবং আমার কাজ হচ্ছে জ্ঞান দান করা।চুয়েট ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে শুক্রবার সকাল ৯টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) আয়োজিত এই প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের ৫৫টি হাইস্কুলে প্রায় ১২শ’ শিক্ষার্থী অংশ নেয়।আরএস

Advertisement