শিক্ষা

সরকারি কলেজে অধ্যক্ষ হতে আবেদন শুরু ১৬ আগস্ট

সরকারি কলেজে অধ্যক্ষ হতে আবেদন শুরু ১৬ আগস্ট

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলি ও পদায়ন পেতে অনলাইনে আবেদন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Advertisement

আগামী ১৬ আগস্ট থেকে এ আবেদন শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ১৪-১৬তম ব্যাচের ‘অধ্যাপক’ পদমর্যাদার কর্মকর্তা এ পদায়ন ও বদলির জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: সরকারি স্কুলের ১৭ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ শাখা) চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা বিজ্ঞপ্তিতে বুধবার (২ আগস্ট) এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের www.shed.gov.bdwww.dshe.gov.bd লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হলো।

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা এ মাসেই

একই সঙ্গে অনলাইনে ছাড়া অন্য উপায়ে পাঠানো আবেদন বিবেচনা করা হবে না বলেও নীতিমালায় উল্লেখ করা হয়।

এএএইচ/জেডএইচ/জিকেএস

Advertisement