বিনোদন

ফিলিপাইন চলচ্চিত্র উৎসবে ‘আদিম’

আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার পাওয়া যুবরাজ শামীম নির্মিত সিনেমা ‘আদিম’। এবার ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিনেমালয়া ফিলিপাইন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’। আর এ ফেস্টিভালে আমন্ত্রণ পেয়েছে ‘আদিম’। এর নির্মাতা যুবরাজ শামীমও পেয়েছেন নানা স্বীকৃতি ও সম্মাননা। এ তথ্য পরিচালক নিজেই নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, ফিলিপাইনের ম্যানিলায় ‘সিনেমালয়া ফিলিপাইন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ - এ আমন্ত্রণ পেয়েছে ‘আদিম’। উৎসবটির ১৯তম আসরে আদিম প্রদর্শিত হবে ছবিটি।

আরও পড়ুন: এবার মস্কো চলচ্চিত্র উৎসবের বিচারক ‘আদিম’ নির্মাতা যুবরাজ 

নির্মাতা বলেন, ‘আমার সিনেমার প্রদর্শনীর পাশাপাশি দর্শক ও উৎসবে আগত ফিল্মমেকারদের সঙ্গে টকব্যাক সেশনের আয়োজন করেছে উৎসব কমিটি। যা আমার কাছে গুরুত্বপূর্ণ ঘটনা। আশা করছি ভালো অভিজ্ঞতা হবে।’

Advertisement

চলচ্চিত্র উৎসবটি ৪ আগস্ট শুরু হয়ে ১৩ আগস্ট শেষ হবে। উৎসবটিতে যোগ দিতে আগামী ৫ আগস্ট ম্যানিলার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন পরিচালক। ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছেন তিনি।

আরও পড়ুন: বুলগেরিয়ার চলচ্চিত্র উৎসবে ‘আদিম’ 

টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’-এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এই ছবিতে ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আরও অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ।

এমআই/এমএমএফ/জিকেএস

Advertisement