আন্তর্জাতিক

মুক্তির ৪ মাস আগে জেল পলায়ন, ফের মিললো ৪০ বছরের সাজা

আদালতের রায়ে কয়েক বছর ধরে কারাভোগ করছিলেন ২১ বছরের এক তরুণ। আর মাত্র চার মাস পরেই মুক্তি পাওয়ার কথা ছিল তার। কিন্তু কী হলো কে জানে, হঠাৎ জেল পালানোর ভূত মাথায় চাপলো! যথারীতি পালালেনও। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যান তিনি। তারপর তাকে আরও ৪০ বছরের সাজা দিয়েছেন আদালত।

Advertisement

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত তরুণের নাম শুনেকন্ড্রিক হাফম্যান।

স্কাই নিউজের খবরে জানা যায়, ২০২২ সালের আগস্ট মাসে সেন্ট্রাল মিসিসিপি কারেকশনাল ফ্যাসিলিটি থেকে পালিয়েছিলেন কৃষ্ণাঙ্গ এ তরুণ।

আরও পড়ুন>> ফোন চুরি করেছিল যে, তারই প্রেমে পড়লেন নারী

Advertisement

এরপর কাছাকাছি একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তিনজনকে জিম্মি করেন। তারপর তাদের একজনের গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করেন। কিন্তু কিছুদূর গিয়েই দুর্ঘটনার মুখে পড়েন হাফম্যান। এরপর গাড়ি ফেলে দৌড়াতে শুরু করেন।

কিন্তু নিরাপত্তা কর্তৃপক্ষ তখন হন্যে হয়ে খুঁজছিল জেল পলাতক এই আসামিকে। শেষ পর্যন্ত তাকে পাওয়া যায় কারাগার থেকে তিন কিলোমিটার দূরে একটি হাসপাতালের ডাস্টবিনের মধ্যে। অর্থাৎ কয়েক ঘণ্টা পরেই আবারও পুরোনো কারাকক্ষে ফিরতে হয় হাফম্যানকে।

আরও পড়ুন>> পুলিশ দেখে ঘুসের টাকা গিলে ফেললেন রাজস্ব কর্মকর্তা

উল্লেখ্য, গুরুতর আক্রমণের মামলায় সাত বছরের দণ্ড ভোগ করছিলেন এ তরুণ। তার মুক্তি পাওয়ার কথা ছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে। অর্থাৎ, না পালালে মাত্র চার মাস পরেই মুক্তি পেতেন তিনি।

Advertisement

গত সোমবার (৩১ জুলাই) র‌্যাঙ্কিন কাউন্টির জেলা অ্যাটর্নি বুব্বা ব্রামলেট জানিয়েছেন, শুনেকন্ড্রিক হাফম্যান অপহরণের দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন সার্কিট আদালতের বিচারক।

ফলে, পরেরবার যখন মুক্ত বাতাসে বের হবেন হাফম্যান, তখন তার বয়স হবে ষাটেরও বেশি। তবে তিনি মুক্তির মাত্র চার মাস আগে কেন পালানোর চেষ্টা করলেন, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন>> ঘরে কিছু না পেয়ে উল্টো ৫০০ টাকা রেখে গেলো ‘মানবিক’ চোর!

মিসিসিপি ডিপার্টমেন্ট অব কারেকশন কমিশনার বার্ল কেইন বলেছেন, ভবিষ্যতে আর কোনো কয়েদির পালিয়ে যাওয়া ঠেকাতে কারাগারের সাইরেন ব্যবস্থাকে আরও উন্নত করবেন তারা।

কেএএ/