মে মাসে জাতীয় নারী দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার বাফুফের ক্যাম্প ছেড়ে চলে যান। এদের একজন ডিফেন্ডার আঁখি খাতুন, অন্যজন ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না। এর মধ্যে স্বপ্না ফুটবলই ছেড়ে দিয়েছেন। আঁখি ক্যাম্প ছেড়ে চলে গেছেন চীনে। থাকেন দেশটির সাংহাইয়ে। সেখানে তিনি নিয়মিত ফুটবল অনুশীলন করছেন।
Advertisement
তবে আঁখির ক্যাম্প ছাড়া নিয়ে আছে দুই ধরনের বক্তব্য। আঁখির দাবি, তিনি বাফুফেকে বলেই ক্যাম্প ছেড়েছেন। চীনে গেছেন তাও বাফুফেকে জানিয়েই। আর বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণের দাবি আঁখি তার মায়ের অসুস্থতার কথা বলে ক্যাম্প ছেড়েছে। সে মিথ্যা কথা বলে গেছে।
ক্যাম্প ছাড়া ও চীনে যাওয়া নিয়ে আঁখি খাতুন কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। তিনি বলছেন, কোনো মিথ্যা বলে তিনি ক্যাম্প ছাড়েননি। বাফুফেকে জানিয়েই সবকিছু করেছেন। আঁখি খাতুনের সঙ্গে আলোচনার চৌম্বক অংশ তুলে ধরা হলো জাগো নিউজের পাঠকদের জন্য।
জাগো নিউজ: আপনি চীনে আছেন। এখানেই হবে এশিয়ান গেমস। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান গেমস খেলবে। অথচ আপনি নেই। কেমন অনুভূতি হচ্ছে?
Advertisement
আঁখি খাতুন: এশিয়ান গেমসের তালিকা দেখে আমি অবাক হয়েছি। কারণ, আমি ক্যাম্প ছাড়লেও ফুটবল তো ছাড়িনি। তাহলে আমাকে কেন দলে রাখা হলো না? আমার খুব ইচ্ছা ছিল এশিয়ান গেমসে খেলার।
জাগো নিউজ: বাফুফেতো বলছে আপনি মায়ের অসুস্থতার কথা বলে ক্যাম্প ছেড়ে চীনে চলে গেছেন। তাদের অভিযোগ, আপনি মিথ্যা বলে ক্যাম্প ছেড়েছেন।
আঁখি খাতুন: আমি মিথ্যা বলে ক্যাম্প ছাড়িনি। যদি মিথ্যা বলে চলে আসি তাহলে বাফুফে ক্যাম্পের শৃঙ্খলা বলতে তো কিছু নেই। আমি চলে এলাম অফিসিয়ালদের কাছে কোনো খবর থাকবে না? তারা দুনিয়াতে আছেন, নাকি অন্য জগতে? যদি আমার নামে কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয়, কোনো বাজে মন্তব্য করা হয় তাহলে সব ফাঁস করে দেবো। ক্যাম্পে কি হয়েছে, না হয়েছে সবার সামনে ফাঁস করবো।
জাগো নিউজ: আপনি চীনে চলে যাবেন তা কি বাফুফেকে জানিয়েছিলেন?
Advertisement
আঁখি খাতুন: আমি বলেই এসেছি। তখন পল স্যার (বাফুফের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি) ছিলেন। তাকে বলেছি। এখন তিনি নেই। তখন তো দায়িত্বে ছিলেন। তাছাড়া আমি ও সিরাত জাহান স্বপ্না কিরণ ম্যাডামের (বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ) কাছে গিয়ে সব বলেছি। আমি আমার কথা বলেছি, স্বপ্না তার কথা বলেছে। আমি যদি মিথ্যা বলে ক্যাম্প ছেড়ে থাকি তাহলে আমাকে নোটিশ দিলো না কেন? এর আগে মায়ের কথা বলে নাকি চলে এসেছিলাম কয়েকবার, তখন নাকি আমাকে নোটিশ দিয়েছিল। তাহলে এখন দিলো না কেন? এসব হচ্ছে নাটক।
জাগো নিউজ: আপনারাতো বাফুফের চুক্তিবদ্ধ খেলোয়াড়। ক্যাম্প ছাড়ার তো একটা নিয়ম-কানুন আছে। দেশের বাইরে গেলে সেভাবে লিখিত অনুমতি নিয়ে যাবেন না?
আঁখি খাতুন: কীসের চুক্তি? আমরা চুক্তিপত্র করেছি কীসের? আমরা তো কোথাও সই-ই করিনি। তাহলে চুক্তির বিষয় আসবে কেন?
সতীর্থদের সঙ্গে বিজয় উদযাপনে আঁখি খাতুন (মাঝে ৫ নম্বর জার্সি পরিহিত)
জাগো নিউজ: আপনাকে ফিরিয়ে আনার জন্য বাফুফে থেকে কোনো যোগাযোগ করা হয়েছিল?
আঁখি খাতুন: দেখেন প্রেসিডেন্ট স্যারতো (বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন) বলেছেন, একজন যাবে, একজন আসবে। তারা যদি প্লেয়ারদের ধরে রাখতে না চান এবং বলেন, একজন যাবে একজন আসবে তাহলে আর কি করার। তারা তো আমাকে বলতে পারতেন- ঠিক আছে তুমি গেছ, এখন ক্যাম্পে আসো এবং একসাথে প্র্যাকটিস করো। এরপর এশিয়ান গেমস খেলো। তারা দল করলো আমাকে কি জানিয়েছেন? তাহলে আমাকে নিয়ে মিথ্যা কেন বলবেন? যাই হোক, আর যদি আমাকে নিয়ে মিথ্যা কোনো অপবাদ দেওয়া হয় তাহলে আমিও ছেড়ে কথা বলবো না, আমিও বলবো সবকিছু।
জাগো নিউজ: বাফুফে থেকে তো বলা হচ্ছে আপনি মায়ের কথা বলে ক্যাম্প ছেড়েছেন। এর বেশি জানে না।
আঁখি খাতুন: কিরণ ম্যাডাম বলছেন আমার চীনে যাওয়ার বিষয়টি নাকি তিনি জানেন না; কিন্তু তিনিই তো লিটু স্যারকে (বর্তমান কোচ মাহবুবুর রহমান লিটু) দিয়ে আমাকে ফোন করিয়েছিলেন। বলেছিলেন আসো এবং নেপালের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলে তারপর যেও।
জাগো নিউজ: তাহলে আপনি কেন এলেন না? কেন ক্যাম্পে যোগ দিয়ে নেপালের বিপক্ষে ম্যাচ খেললেন না?
আঁখি খাতুন: আমার ভিসার সময় ছিল না। এজন্য আমি খেলতে পারিনি। আমি বলেছিলাম, আমাকে যদি টিকিট কেটে দেওয়া হয় এবং ভিসার সময় বাড়ানোর দায়িত্ব নেয় তাহলে খেলবো। তারা দায়িত্ব নেয়নি তাই খেলিনি।
জাগো নিউজ: আপনি চীনে কেমন আছেন?
আঁখি খাতুন: চীনে আমি অনেক ভালো আছি। এখানে আমি নিয়মিত অনুশীলন করছি। বাফুফেও হয়তো আমাকে ছাড়া ভালো আছে।
জাগো নিউজ: আপনি তো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আপনার তো থাকা উচিত ছিল।
আঁখি খাতুন: আপনি এবং আমি মনে করলে তো হবে না! বাফুফে তো সেটা মনে করে না।
জাগো নিউজ: জাতীয় দলের ৮ জন খেলোয়াড় সাতক্ষীরায় টুর্নামেন্ট খেলেছেন। জানেন আপনি?
আঁখি খাতুন: সব জানি। এ নিয়েও তো কত নাটক। মেয়েরাতো ফুটবলই খেলতে গেছে তাই না? আসলে বাফুফে যা ইচ্ছা তাই করবে, তাতে সমস্যা নেই। আমরা কিছু করলেই সমস্যা।
জাগো নিউজ: আগামী অক্টোবরে জাতীয় দল দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে লেবানন যাবে। আপনাকে যদি ডাকে তাহলে ক্যাম্পে যোগ দেবেন?
আঁখি খাতুন: আমাকে ডাকলে খেলবো। তবে আমি আমার কথায় অটুট। আমি মিথ্যা বলে ক্যাম্প ছাড়িনি। নিয়ম অনুযায়ী জানিয়েই এসেছি। চীনে এসেছি তাও সবাই জানেন। এখন কেউ যদি ভিন্ন কিছু বলেন তাহলে আমি বলবো সব নাটক।
জাগো নিউজ: আপনি বলছিলেন আপনাকে কোনো অপবাদ দিলে আপনি সব ফাঁস করে দেবেন? কি এমন আছে যা ফাঁসের কথা বলছেন?
আঁখি খাতুন: আমি এখন কিছু বলবো না। এরপর যদি আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে ফাঁস করবো। আমি আবারও বলছি, তারা সব জানে। একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্যাম্পে নেই তা নিয়ে তাদের কোনো মাথাব্যাথা ছিল না। তারাই যদি না চান দল স্ট্রং হোক, তাহলে আমি খেলোয়াড় হয়ে কি বলবো?
জাগো নিউজ: ধন্যবাদ আপনাকে।
আঁখি খাতুন: আপনাকেও ধন্যবাদ।
আরআই/আইএইচএস