রাজনীতি

‘রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নেই’

ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে সহিংসতাসহ নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে দলটি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নেই বলেও জানিয়েছেন দলটির নেতারা।

Advertisement

বুধবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: হিংসা ও আক্রোশ থেকে তারেক-জোবায়দাকে সাজা 

তিনি বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে কূটনীতিদের জানিয়েছি। তরা এই দেশে গণতন্ত্র চান, সেজন্য আমরা তাদের কাছে সার্বিক বিষয়ে তুলে ধরেছি। গত ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সরকার এবং সরকারি দলের অস্ত্রধারীদের যৌথ কর্মকাণ্ড তুলে ধরেছি। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ, আনসার বাহিনী, র‌্যাব যেভাবে আক্রমণ করেছে, আমরা মনে করি এটা সবার জানা দরকার।’

Advertisement

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা বলেছি নির্বাচন সামনে রেখে সরকার ভীতি সৃষ্টি করতেই ২৯ জুলাই সহিংস আক্রমণ করেছে। যাদের আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এমনকি মৃত ব্যক্তির নামেও মামলা হয়েছে।’

আরও পড়ুন: তারেকের ৯, জোবায়দার ৩ বছরের কারাদণ্ড 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে মুক্তির আন্দোলন শুরু হয়েছে, তাতে জনগণ সমর্থন দিয়েছে। সরকার যত অন্যায় করবে, জনগণ তার প্রতিবাদ করবে। প্রযোজনে তারা প্রতিরোধ করবে।’

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির এক প্রতিনিধি দল ২২ দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।

Advertisement

কেএইচ/কেএসআর/জিকেএস