ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরকে মারধর করা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর করেছেন বলে অভিযোগ করা হয়।
Advertisement
ঘটনার সময় ডাকসুর সাবেক এই ভিপি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন।
বুধবার (২ আগস্ট) বিকেলে শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গেলে এ ঘটনা ঘটে। এসময় নুরকে ধাওয়া দিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে।
এতে নুরসহ ছাত্র অধিকার পরিষদের অন্তত নয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Advertisement
আরও পড়ুন: বাই চান্স নুর, রাজনীতির দুর্ভিক্ষ
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ক্যাম্পাস অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন করার জন্য জড়ো হয়েছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে গেলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে ছাত্রলীগ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে হয় ধস্তাধস্তি। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা নুরসহ কয়েকজনকে ঘিরে মারধর করতে থাকেন। নুরকে রক্ষা করতে এগিয়ে যাওয়া ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাও হামলার শিকার হন।
ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব জাগো নিউজকে বলেন, ছাত্রলীগ আমাদের ওপর হামলা করেছে। আমরা এখন ঢামেকে চিকিৎসা নিচ্ছি।
আরও পড়ুন: মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা করার কথা স্বীকার করেছেন নুর: ফারুক
Advertisement
হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত জাগো নিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে আসা নুরকে প্রতিহত করেছে সাধারণ শিক্ষার্থীরা। এতে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। ছাত্রলীগের বিরুদ্ধে এ হামলার অভিযোগ মিথ্যা।
ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন জাগো নিউজকে বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্কের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নুরুল নক নুরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা কারো গায়ে হাত তুলেননি।
এএসবিডি/জেডএইচ/জিকেএস