বিশ্বকাপ শুরু হয়েছে আরও কয়েকদিন আগে। তবে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজই প্রথম মাঠে নামলো দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে যেন তেতে ছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ফলে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের ওপরই যেন সেই ক্ষোভ উগড়ে দিতে চাচ্ছে প্রোটিয়া ব্যাটসম্যানরা। টস জিতে প্রথমে বোলিং নেয়ার সিদ্ধান্ত যে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের কোনমতেই সঠিক হয়নি, সেটা প্রমাণ করে দিচ্ছেন দুই প্রোটিয়া ওপেনার হাশিম আমলা এবং কুইন্টন ডি কক। টস হেরে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের ওপর রীতিমত টর্নেডো বইয়ে দিচ্ছে দুই প্রোটিয়া ওপেনার। ৫ ওভারেই এ দু’জন রান তুলেছেন ৭২। এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৬ ওভার শেষে ৮৩। ডি ককের রান ৪৬ এবং আমলার রান ৩৭।আইএইচএস/এমএস
Advertisement