শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে কাউন্সিল শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যার পর থেকেই রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট স্লোগান আর শোডাউনে মুখর হয়ে উঠেছে।শুক্রবার রাত ৮টায় কাউন্সিলস্থল ঘুরে দেখা গেছে, বিভিন্ন নেতার অনুসারীরা স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শোডাউন দিচ্ছেন। অনেকে আবার গুরুত্বপূর্ণ পদের নাম উল্লেখ করে প্রিয় নেতার নামে স্লোগান দিচ্ছেন।সন্ধ্যার পর থেকে ইতোমধ্যে কাউন্সিলস্থলে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। ঢাকার বাহিরে থেকে আগত কাউন্সিলররাও এসে হাজির হয়েছেন।দেখা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলছে কাউন্সিলের শেষ মুহূর্তের প্রস্তুতি। সংশ্লিষ্টরা জানিয়েছেন রাত ১টার মধ্যেই বাকি কাজ সম্পন্ন করা হবে।এদিকে কাউন্সিলস্থলে শেষ মুহূর্তের কাজ স্বশরীরে থেকে তত্বাবধায়ন করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।চাঁদপুর থেকে আগত এক বিএনপি সমর্থক জাগো নিউজকে বলেন, কাউন্সিল অনুষ্ঠান সরেজমিনে দেখার জন্য ঢাকায় এসেছেন তিনি। কাউন্সিলের মাধ্যমে যোগ্য নেতাদের হাতে দায়িত্ব দেয়া হলে বিএনপি ফের ঘুরে দাঁড়াবে বলেও অাশাবাদ ব্যক্ত করেন তিনি।এমএম/এসকেডি/এমএস
Advertisement