জাতীয়

ইয়াবা আনেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বিক্রি করেন বাসচালক

রাজধানীর মিরপুরে ইয়াবাসহ মো. ওমর ফারুক (৩০) ও মো. পাভেল খান (৩৩) নামে দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) ভোরের দিকে মিরপুর মডেল থানার পাইকপাড়া সড়ক গবেষণাগার ল্যাবরেটরি স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

এসময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেফতার ওমর ফারুক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মিরপুর বাংলা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং পাভেল বাসচালক। ওমর ফারুক টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসেন। পাভেল সেই ইয়াবা ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। ২০১৮ সালে তাদের দুইজনের পরিচয় হয় কারাগারে।

কারাগার থেকে বের হয়ে তারা যৌথভাবে ইয়াবা বিক্রি করা শুরু করেন। বুধবারও তারা পাইকপাড়ায় ইয়াবা বিক্রি করতে যান।

Advertisement

ওসি মহসীন আরও বলেন, পরে গোপন খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে ওমর ফারুকের কাছ থেকে এক হাজার পিস এবং পাভেলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওমর ফারুকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি এবং পাভেলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। একাধিকবার কারাগারেও যায় তারা।

টিটি/এসএনআর/এমএস

Advertisement