জাতীয়

শীর্ষ কর্মকর্তার জন্য ১ কোটি ৪৫ লাখ টাকার গাড়ি কেনার সুযোগ

কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে সরকার গাড়ি না কেনার সিদ্ধান্ত নেওয়ার পর এক মাস না যেতেই আবার সরকারি চাকরিজীবীদের জন্য গাড়ি কেনার সুযোগ করে দেওয়া হয়েছে। এমনকি গাড়ির জন্য অর্থ বরাদ্দও আগের চেয়ে বাড়ানো হয়েছে।

Advertisement

আগে সরকারি চাকরিজীবীদের মধ্যে শীর্ষ কর্মকর্তা সর্বোচ্চ ৯৪ লাখ টাকা দামের গাড়ি কিনতে পারতেন। এখন এ বাজেট বাড়িয়ে ১ কোটি ৪৫ লাখ টাকা করা হয়েছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ।

আরও পড়ুন: সরকারি ব্যয়ে গাড়ি-বাড়ি-জমি কেনা বন্ধ

Advertisement

এর আগে গত ২ জুলাই অর্থ বিভাগ এক নির্দেশনার মাধ্যমে সব ধরনের নতুন যানবাহন কেনা বন্ধের সিদ্ধান্তর কথা জানায়।

এ সিদ্ধান্তের পর এক মাস না যেতেই এখন নতুন নির্দেশনার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরের গ্রেড-১ ও গ্রেড-২ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১ কোটি ৪৫ লাখ টাকা দামের গাড়ি কেনার সুযোগ করে দেওয়া হলো। এ গাড়ি ২ হাজার ৭০০ সিসির ইঞ্জিন ক্ষমতার বেশি হবে না, যা আগেও বলা ছিল।

আরও পড়ুন: নতুন অর্থবছরে সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ বন্ধ

এছাড়া গ্রেড-৩ বা তার চেয়ে নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য কেনা যাবে ৬৫ লাখ টাকা দামের গাড়ি। এতদিন তাদের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা ছিল ৫৭ লাখ টাকা।

Advertisement

নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন কোম্পানির কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, কোস্টার মিনিবাস (এসি ও নন-এসি) ও ট্রাকের বাজারদর বিবেচনা করে যানবাহনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যানবাহন কেনার অনুমতি বা বরাদ্দ দেওয়ার সময় এ মূল্য অনুসরণ করতে হবে।

আরও পড়ুন:

কত টাকা দিয়ে কী গাড়ি কেনা যাবে-

>> রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৪৫ লাখ টাকা দিয়ে ১৬০০ সিসির কার।

>> ট্যাক্স ও ভ্যাটসহ ১ কোটি ৪৫ লাখ টাকা দিয়ে সর্বোচ্চ ২৭০০ সিসির জিপ।এ গাড়ি কেনা যাবে গ্রেড-১ এবং গ্রেড-২ পর্যায়ের কর্মকর্তাদের জন্য।

>> রেজিস্ট্রেশন, ট্যাক্স ও ভ্যাটসহ ৬৫ লাখ টাকা দিয়ে সর্বোচ্চ ২০০০ সিসির জিপ। এ গাড়ি কেনা যাবে গ্রেড-৩ বা তার নিচের পর্যায়ের কর্মকর্তাদের জন্য।

>> রেজিস্টেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৩৮ লাখ টাকা দিয়ে সর্বোচ্চ ২৫০০ সিসির পিকআপ (সিঙ্গেল কেবিন)।

আরও পড়ুন: গাড়ি কিনতে পারবে না ব্যাংক

>> ভ্যাট ও ট্যাক্সসহ ৫৫ লাখ টাকা দিয়ে ২৫০০ সিসির পিকআপ (ডাবল কেবিন)।

>> রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ১ লাখ ৪০ হাজার টাকা দিয়ে সর্বোচ্চ ১২৫ সিসির মোটরসাইকেল।

>> রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৫২ লাখ টাকা দিয়ে ২৭০০ সিসির মাইক্রোবাস।

>> রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৫৪ লাখ টাকা দিয়ে ২৭০০ সিসির অ্যাম্বুলেন্স।

>> রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৭৫ লাখ টাকা দিয়ে ৪২০০ সিসির কোস্টার/মিনিবাস (এসি)।

>> রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৩২ লাখ টাকা দিয়ে ২৭৭১ সিসি'র মিনিবাস (নন এসি)।

>> রেজিস্ট্রেশন ব্যতীত ৪৬ লাখ টাকা দিয়ে ৫৮৮৩ সিসির বাস (বড়, নন-এসি)।

আরও পড়ুন: গাড়ি কেনা যাবে না, ‘সি’ ক্যাটাগরির প্রকল্পে অর্থছাড় স্থগিত

>> রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৩৯ লাখ টাকা দিয়ে ৫ টনের ট্রাক।

>> রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৩১ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে ৩ টনের ট্রাক।

এমএএস/এমকেআর/এমএস