ক্যাম্পাস

স্বপদে ফিরলেন শেকৃবির দুই বহিষ্কৃত ছাত্রলীগ নেতা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক বছর পর স্বপদে ফিরেছেন। বহিষ্কৃত দুই নেতা হলেন নজরুল হলের ছাত্রলীগের সভাপতি এস এম সজীব হোসাইন এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান।

Advertisement

জানা গেছে, বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট হলের ডাইনিংয়ে চাঁদাবাজি নিয়ে গত বছর ২৭ জুলাই বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে দুই নেতাকে শোকজ করার পর ১১ আগস্ট দল থেকে বহিষ্কার করে শাখা ছাত্রলীগ।

তবে এ বছর ৩১ জুলাই (সোমবার) শেকৃবি ছাত্রলীগের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারাদেশ উঠিয়ে নেওয়ার ব্যাপারটি প্রকাশ পায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজ আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

আরও পড়ুন>>> পদ হারালেন শেকৃবি ছাত্রলীগের দুই নেতা

Advertisement

বহিষ্কারাদেশ উঠানোর ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু বলেন, প্রায় ১ বছর বহিষ্কারের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়েছে। তারা তাদের বিগত অপরাধের জন্য অনুতপ্ত। পরবর্তীতে তারা আর এ ধরনের কাজ করবে না মর্মে তাদের পুনরায় পদে বহাল করা হয়েছে। যা আমরা বিজ্ঞপ্তিতেও উল্লেখ করেছি।

এ ব্যাপারে বহালে আসা কবি কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সভাপতি এস এম সজীব হোসাইন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে কবি কাজী নজরুল ইসলাম হলকে শেকৃবির শক্তিশালী দুর্গ গড়ে তুলতে চায়। এছাড়াও ছাত্রলীগের বিভিন্ন ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেকে এবং আমার হলকে আলোকিত করতে চায়।

তাসনিম আহমেদ তানিম/এমআইএইচএস

Advertisement