আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০১ আগস্ট ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

ইউক্রেনের পাল্টা হামলা, পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া

সম্প্রতি পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। রাশিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, এই পাল্টা হামলায় ইউক্রেন যদি সফল হয় তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হতে পারে রাশিয়া।

মস্কোয় ফের ড্রোন হামলা

Advertisement

ইউক্রেন যুদ্ধের রেশ এতদিন সরাসরি তেমন টের না পেলেও রাশিয়ার রাজধানী মস্কো এবার নিয়মিত হামলার শিকার হচ্ছে। রুশ সেনাবাহিনীর সূত্র অনুযায়ী, মঙ্গলবার ভোরে একাধিক ড্রোন দিয়ে শহরে ‘সন্ত্রাসী’ হামলা চালানো হয়েছে।

পশ্চিমবঙ্গে ফের চোখ রাঙাচ্ছে করোনা

ডেঙ্গুর বাড়বাড়ন্তে নাকাল গোটা পশ্চিমবঙ্গ। কলকাতাসহ বিভিন্ন জায়গা থেকে একের পর এক ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর মতো ঘটনা সামনে আসছে।

ক্ষমা পেলেও মুক্তি মিলছে না সু চির, এখনো কাঁধে ২৭ বছরের দণ্ড

Advertisement

ছাড়া পাচ্ছেন না মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। কেবল তার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের দণ্ড ক্ষমা করেছে সামরিক সরকার। ফলে আগামী দিনগুলোও কারাগারেই কাটাতে হবে নোবেলজয়ী এ নেত্রীকে।

খালি গায়ে হাফপ্যান্ট পরে ঘুরছেন বাইডেন, ছবি ভাইরাল

খালি গায়ে ঘোড়ার পিঠে বসে ছবি তোলার সময় ভ্লাদিমির পুতিন আশা করেছিলেন, এটি তার শক্তি-সামর্থ্যের পরিচয় দেবে। আর্নল্ড শোয়ার্জনেগারের ছবিতে নিজের মাথা বসিয়ে ডোনাল্ড ট্রাম্পও হয়তো নিজেকে শক্তিশালী দেখাতে চেয়েছিলেন। কিন্তু খালি গায়ে জো বাইডেনের ছবি যখন ভাইরাল হলো, তখন যেন উল্টো বাতাস বইতে শুরু করেছে।

৯১ শিশুকে যৌন নির্যাতন, বিচারের মুখোমুখি সাবেক পরিচর্যা কর্মী

অস্ট্রেলিয়ায় সাবেক এক শিশু পরিচর্যা কর্মীর বিরুদ্ধে ৯১টি শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ২০০৭ থেকে ২০২২ সালের মধ্যে ১ হাজার ৬২৩টি শিশু নির্যাতনমূলক অপরাধ করেছেন তিনি। দেশটির ফেডারেল পুলিশ মঙ্গলবার (১ জুলাই) এসব তথ্য জানায়।

নাইজারে হামলার পরিকল্পনা করছে ফ্রান্স: জান্তা বাহিনী

ফ্রান্সের বিরুদ্ধে নাইজারে হামলার পরিকল্পনা করার অভিযোগ তুলেছে গত সপ্তাহে দেশটির ক্ষমতা দখল করা জান্তা বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে অভ্যুত্থানে জড়িত কর্নেল আমাদু আবদোরাহমানে চিয়ানির বলেন, উৎখাত হওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে মুক্ত করে তার সরকারকে ক্ষমতায় পুনর্বহাল রাখতে সাবেক উপনিবেশে হামলা চালানোর পরিকল্পনা করছে ফ্রান্স।

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে নিহত ১৬

ভারতের মহারাষ্ট্রে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে কমপক্ষে ১৬ জন শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১ আগস্ট) ভোরে ‘সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ে’র তৃতীয় পর্যায়ের নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

৩ দিন ধরে লিফটে আটকে নারীর করুণ মৃত্যু

লিফটে আটকা পড়ে এক নারীর হৃদয়বিদারক মৃত্যু হয়েছে। তিনি একজন পোস্টউইমেন হিসেবে কাজ করতেন। ওই লিফটে তিন দিন ধরে আটকে ছিলেন তিনি। এ সময় কেউ তাকে উদ্ধার করতে যায়নি। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানের তাসখন্দে।

এমএসএম/এমএস