বিনোদন

সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেন নকুল কুমার বিশ্বাস

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও জীবনমুখী গানের গায়ক নকুল কুমার বিশ্বাস। তার গানে তুলেন ধরেন দেশ ও সমাজের বিভিন্ন অনিয়ম অনাচার। এবার দেশের মানুষের সেবার জন্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। নিজেকে সংসদ সদস্য হিসেবে জনগণের রায় পেতে প্রস্তুতি নিচ্ছেন এ শিল্পী।

Advertisement

নকুল কুমার বিশ্বাস নিজেই জানালেন নির্বাচনে অংশ নেওয়ার কথা। তিনি তার ফেসবুকে এ বিষয়ে একটি কাব্যময় পোস্ট করেছেন। এতে তিনি লেখেন, বরিশাল-২ আসন থেকে নির্বাচন করবেন। এরই মধ্যে প্রচারণায়ও তিনি নেমেছেন।

শিল্পী নকুল কুমার বিশ্বাস তার কাব্যময় পোস্টে লেখেন,

‘নির্বাচনী প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থী হবো নাকি কোনো দলীয় প্রতীক নেবো? নাকি ও পথে হাঁটবোই না।কমেন্ট করে জানাবেন প্লিজ। ছোট্টবেলা শুনেছিলাম বাবা-দাদার কাছে উজিরপুরে আমরা বংশের বড়ো অংশ আছে বঙ্গবন্ধুর এমপি ছিলেন হরনাথ বাইনঅংশ নিতেন প্রণয়নে সংসদীয় আইন আজও আছে সাতলা গ্রামে পর্ণকুটির তারএমন সৎ নীতিবান নেতা জন্ম নেবে আর?তার- জীর্ণ কুটির স্পর্শ করে নত করলাম শিরবললাম যেথায় থাকো সুখে থেকো কর্মবীর মোটরসাইকেল যোগে আমায় রিপন আর সৈকত সারা বিকেল ঘুরিয়েছে সে অনেকটা পথআসল কথা গিয়েছিলাম লাল শাপলার বিলেশুটিং করবো দেশপ্রেমের গান শিল্পীরা মিলেশুটিং করতে গিয়েই ঘটলো এমন অঘটন সবার দাবি করতেই হবে এবার নির্বাচন এমপি হরনাথের উত্তরসূরী আমি তাই সবার দাবি বরিশাল-২ সিটে তোমায় চাইযদি -হিরো আলম লড়তে পারে আত্মবিশ্বাসেআপনি কেন পারবেন না তা আমরা তো পাশেহাজার হাজার বংশীয় ভোট তৈরি তা একদম মুসলিম সমাজ আপনাকে কি ভালোবাসে কম?আলেম সমাজ আপনার গান মাহফিলে গায় রোজপরাণ ভরে করেন দোয়া রাখেন কি তার খোঁজ? তারই প্রতিফলন দেখবো ভোটের খাতাতেদয়া করে কথাগুলো রাখবেন মাথাতেহারতার পাড়া হরিভক্ত মতুয়াদের ঝাঁকজয়হরিবল বলে তাদের দিন না একবার ডাক।জাতি ধর্ম নির্বিশেষে যার গানের ভক্ত বিপুল ভোটে সাংসদ হওয়া বেশি কি শক্ত?আমি বড় দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি তাই আপনাদের পরামর্শ-উপদেশও আমি চাই।

Advertisement

এমআই/এমএমএফ/এমএস