খালি গায়ে ঘোড়ার পিঠে বসে ছবি তোলার সময় ভ্লাদিমির পুতিন আশা করেছিলেন, এটি তার শক্তি-সামর্থ্যের পরিচয় দেবে। আর্নল্ড শোয়ার্জনেগারের ছবিতে নিজের মাথা বসিয়ে ডোনাল্ড ট্রাম্পও হয়তো নিজেকে শক্তিশালী দেখাতে চেয়েছিলেন। কিন্তু খালি গায়ে জো বাইডেনের ছবি যখন ভাইরাল হলো, তখন যেন উল্টো বাতাস বইতে শুরু করেছে।
Advertisement
গত রোববার (৩০ জুলাই) ডেলাওয়্যারের বাড়ির কাছাকাছি সৈকতে তোলা বাইডেনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ছবিগুলো তুলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন সাংবাদিক এরিক জেলার। তিনি লিখেছেন, রেহোবোথের সৈকতে একটি সুন্দর দিন উপভোগ করছেন প্রেসিডেন্ট বাইডেন।
ছবিতে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টকে নীল হাফপ্যান্ট, পায়ে জুতা, চোখে সানগ্লাস ও মাথায় উল্টো করে টুপি পরা অবস্থায় দেখা গেছে।
Advertisement
President Biden is enjoying a gorgeous beach day here in Rehoboth. pic.twitter.com/AZmhRHHf0Y
— Eric Geller (@ericgeller) July 30, 2023অবশ্য পুতিনের ঘোড়সওয়ার হওয়া কিংবা ট্রাম্পের ফটোশপ ফ্যান্টাসির মতো জো বাইডেনকে ছবিতে দেখে মনে হচ্ছে না, তিনি অন্যদের কাছে নিজের শরীর প্রদর্শনের চেষ্টা করছেন।
ভাইরাল আরেকটি ছবিতে বাইডেনকে রোদে বসা এবং তার পেছনে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে একটি ছাতার নিচে বসে থাকতে দেখা যায়।
সাংবাদিক জেলার পলিটিকোকে বলেছেন, তিনি সৈকত দিয়ে হাঁটার সময় হঠাৎ প্রেসিডেন্টকে দেখতে পান। সঙ্গে সঙ্গে ফোন বের করে তার কয়েকটি ছবি তোলেন। তখনো শক্তিশালী নিরাপত্তা বলয়ের ভেতর ছিলেন বাইডেন।
Advertisement
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখনই সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২৪ সালের নির্বাচনে জিতে দ্বিতীয়বার চার বছরের জন্য ক্ষমতালাভের আশা করছেন তিনি। এমন পরিস্থিতিতে ডেমোক্র্যাটিক নেতার শারীরিক ও মানসিক সুস্থতার ওপর কড়া নজর বিরোধীদের। স্বাভাবিকভাবেই, এখন তারা বাইডেনের শরীরের বাহ্যিক অবস্থা সম্পর্কে আরও ভালো ধারণা পাবে।
সূত্র: এএফপি, এনডিটিভিকেএএ/