চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০২৩ সালের এপ্রিল-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। এগুলো হলো- বাটা সু, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং রূপালী ব্যাংক।
Advertisement
কোম্পানি ছয়টির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
বাটা সুচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ২২ টাকা ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৪১ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২ টাকা ৭০ পয়সা।
আরও পড়ুন: মুনাফা কমেছে পাঁচ প্রতিষ্ঠানের
Advertisement
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩২ টাকা ৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২৪ টাকা ৪১ পয়সা।
ঢাকা ব্যাংকচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৭১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৪ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ১৭ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ৩১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল এক টাকা ২২ পয়সা।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্সচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৪ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫ পয়সা।
Advertisement
দ্বিতীয় প্রান্তিকের মুনাফা বাড়লেও ছয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় এক টাকা ৯ পয়সা।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৬৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৪ পয়সা। ফলে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২ পয়সা।
আরও পড়ুন: আইটি-খাদ্যে ভর করে ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার, সঙ্গ দিলো বিমা
দ্বিতীয় প্রান্তিকের মুনাফা বাড়ায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে এক টাকা ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় এক টাকা ২৮ পয়সা।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ২ টাকা ১৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৬ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকের মুনাফা বাড়লেও ছয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৩ টাকা ৮৪ পয়সা।
রূপালী ব্যাংকচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৪২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩৫ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকের মুনাফা বাড়ায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ২৮ পয়সা।
এমএএস/কেএসআর/এএসএম