লাইফস্টাইল

মুগ ডাল দিয়ে মুরগির মাংস রাঁধবেন যেভাবে

বুটের ডাল দিয়ে গরু বা মুরগির মাংস রান্না অনেকেই হয়তো খেয়েছেন। তবে মুগ ডালের সঙ্গে মাংস রান্না কিকখনো খেয়েছেন? পোলাও কিংবা ভাতের সঙ্গেও দারুণ মানিয়ে যায় এই পদ।

Advertisement

চাইলে স্বাদ বদলাতে তৈরি করতে পারেন মুগ ডালে মুরগি ভুনা। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন মুগ ডালে মুরগি ভুনার সহজ রেসিপি-

আরও পড়ুন: মাছের বিরিয়ানি তৈরির রেসিপি

উপকরণ

Advertisement

১. মুরগি ১টি২. মুগ ডাল দেড় কাপ৩. পেঁয়াজ কুচি আধা কাপের একটু বেশি৪. আদা-রসুন বাটা ১ টেবিল চামচ৫. ধনে গুঁড়া ১ চা চামচ৬. জিরার গুঁড়া দেড় চা চামচ৭. মরিচ গুঁড়া এক চা চামচ৮. হলুদ গুঁড়া আধা চা চামচ৯. দারুচিনি দুই টুকরো১০. তেজপাতা ২টি১১. তেল আধা কাপ১২. জিরার গুঁড়া আধা চা চামচ১৩. লবণ স্বাদমতো ১৪. চিনি ১ চা চামচ১৫. কাঁচা মরিচ ৭/৮ টি১৬. পেঁয়াজ কুচি ১টি (বাগারের জন্য) ও১৭. তেল ২ টেবিল চামচ।

আরও পড়ুন: নারকেল বাটায় আমড়ার খাট্টা

পদ্ধতি

মুগ ডাল হালকা ভেজে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর ফ্রাইপ্যানে তেল গরম করে তেজপাতা, দারুচিনি ও এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিন। এরপর সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভেজে সামান্য পানি ও লবণ দিয়ে কষিয়ে নিন।

Advertisement

এবার আধা কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে মুরগির মাংস দিয়ে ৫ মিনিট কষিয়ে ঢেকে রান্না করুন। মাংস ৭০ ভাগ সেদ্ধ হলে ডাল দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি মিশিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন।

আরও পড়ুন: গরম ভাতের সঙ্গে খান ‘দুধে কাতলা’

দু-একবার ফুটে উঠলে চিনি ওকাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। পানি বেশি শুকাবেন না। এবার একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে মুরগিতে দিয়ে দিন।

উপরে ছড়িয়ে দিন টেলে রাখা জিরার গুঁড়া। তারপর কিছুক্ষণ ঢেকে চুলা বন্ধ করে দিন। ৫ মিনিট পর পরিবেশন গরম ভাত বা পোলায়ের সঙ্গে।

জেএমএস/এমএস