স্থানীয় ব্যাটারি নির্মাণকারী প্রতিষ্ঠান ‘টাইগার নিউ এনার্জি’ ব্যাটারি বিনিময় নেটওয়ার্ক কার্যক্রম শুরু করেছে। সোমবার (৩১ জুলাই) গুলশানের অফিস প্রাঙ্গণে তাদের উদ্ভাবিত ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক স্টেশন প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে পরিবেশবান্ধব এবং সুলভ সংগতিপূর্ণ নেটওয়ার্ক প্রবর্তনে তারাই প্রথম এ কার্যক্রম শুরু করেছে।
Advertisement
এ সেবা কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে ‘টাইগার নিউ এনার্জি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোল মাও এবং প্রধান অপারেটিং অফিসার (সিওও) ইউওয়ে ঝু দুই চাকা এবং তিন চাকার যে কোনো বাহনে এ জিপিএস প্রযুক্তি সম্পন্ন লিথিয়াম ব্যাটারি প্রবর্তন এবং নেটওয়ার্ক স্টেশন প্রতিষ্ঠার সাফল্যে সন্তোষ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা জানান, এ অভিনব ব্যাটারি-সোয়াপিং স্টেশনগুলো এ দেশের দুই চাকার ও তিন চাকার বাহন চালকদের জন্য বিপ্লব নিয়ে আসবে। খুব সহজে এবং এক মিনিটের কম সময়ে ব্যাটারি বিনিময়ের মাধ্যমে তাদের পুরোনো ব্যাটারি পরিবর্তন করে সম্পূর্ণ নতুন এবং চার্জকৃত ব্যাটারি পেয়ে যাবেন। এতে সময় অনেক সাশ্রয় হবে এবং আয়-রোজগার বেড়ে যাবে।
টাইগার নিউ এনার্জি চালকদের শুধু দ্রুত সময়ে ব্যাটারি সোয়াপিংই সম্পাদন করবে না, স্থানীয় কমিউনিটির সঙ্গে অংশীদারি ভিত্তিতে সমাজে অবদান রাখবে, যার সামগ্রিক ইতিবাচক প্রভাব পড়বে মানুষের জীবন ও জীবিকায়। ব্যাটারি বিনিময় প্রযুক্তি প্রবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি’র (বিডা) নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন। এটি দেশের যাতায়াত ব্যবস্থার বৈদ্যুতিকরণ এবং পরিবেশ দূষণ রোধে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে নিটোল গ্রুপের চেয়ারম্যান আবদুল মতলুব আহমেদসহ বিভিন্ন অটোমোবাইল শিল্প ও সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে গত ৩০ বছরেরও বেশি সময় ধরে টাইগার নিউ এনার্জি দেশের নেতৃত্বস্থানীয় ব্যাটারি উৎপাদক হিসেবে সাফল্য অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের নিজস্ব ব্র্যান্ডের মোটরবাইক ব্যাটারিসহ প্রাইভেট কার ও বাণিজ্যিক পরিবহনের ব্যাটারি তৈরির দীর্ঘ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত পারদর্শিতা রয়েছে। ২০২১ সালে ফ্যাক্টরি প্রতিষ্ঠার পর থেকে ‘মাইটি ম্যাক্স’ ব্র্যান্ডের ব্যাটারি তারা উৎপাদন করে আসছে। যেগুলোর মধ্যে রয়েছে- রানার, টিভিএস, নিটল-নিলয় গ্রুপ, র্যা ংকন এবং নিউ গ্রামীণ মোটর্স ।
ইএ/এমএস
Advertisement