ভাগ্যে বিশ্বাস করে অনেকেই রাতারাতি লাখপতি, কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন। কেটে ফেলেন লটারির টিকিট। আর এমন ঘটনা থেকেই ভারতের কেরালা রাজ্যের এগারো জন নারী জিতে নিয়েছেন কোটি কোটি রুপি। তাও আবার এক কোটি-দুই কোটি নয়, একসঙ্গে লটারি কেটে তারা সবাই মিলে জিতে নিয়েছেন পাক্কা দশ কোটি রুপি।
Advertisement
ভারতী সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস বলছে, এবারই প্রথম নয়। এর আগেও লটারিতে মিলিতভাবে টাকা জিতেছেন ওই নারীরা। লটারি জেতা এগারো জন নারী পেশায় পৌরসভার কর্মী। মালাপ্পুরাম জেলার প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ বিভাগে কাজ করেন তারা। কিন্তু সেখান থেকে তাদের রোজগার হয় খুব সামান্য।
কঠোর পরিশ্রম করেও নিজেদের চাহিদা মেটাতে ও অভাব দূর করতে ঘাম ছুটে যায় তাদের। তাই ভাগ্য ফেরানোর আশায় সবাই একসঙ্গে লটারি কাটার সিদ্ধান্ত নেন। কোনো না কোনোদিন তো বড় অংকের অর্থ তো জিতে ফেলতেই পারেন। আর তা দিয়েই হাল ফিরবে সংসারের।
ওই চিন্তা থেকেই এর আগে একবার সবাই মিলে টাকা তুলে টিকিট কাটলেন। লটারিতে জিতলেনও। তবে সেবার মিলেছিল মাত্র সাড়ে সাত হাজার রুপি। সে অর্থও সবাই ভাগ করে নিয়েছিলেন। ব্যাস, সেই থেকে স্বপ্ন দেখার শুরু।
Advertisement
প্রথমবার সাড়ে সাত হাজার রুপি জেতার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তারা। আগের বিশ্বাসে ভর করে আবারও লটারি কাটেন তারা। আর তাতেই কেল্লাফতে! একেবারে দশ কোটি টাকা পেয়ে ভাগ্য খুলে যায় ১১ দরিদ্র নারীর।
জানা গেছে, নিজেদের সামান্য উপার্জন থেকে অল্প অল্প টাকা দিয়ে ২৫০ টাকার টিকিট কেটেছিলেন তারা। যেদিন লটারির ফল ঘোষণা হয়, সেদিন ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। পরে যখন জানতে পারেন দশ কোটি টাকা জিতেছেন, তখন স্বাভাবিকভাবেই তাদের আনন্দ বাঁধ ভাঙে।
এ খবর পেয়ে অনেকেই তাদের অভিনন্দন জানাতে ছুটে আসে। ওই নারীদের মধ্যে রাধা নামে একজন বলেন, আমরা খুবই খুশি। এবার আমরা সবাই আমাদের অভাব-অনটন দূর করতে পারবো।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
Advertisement
এসএএইচ