আন্তর্জাতিক

নেশা এক ছাদ থেকে অন্য ছাদে লাফানো, এবার ৬৮ তলা থেকে পড়ে মৃত্যু

নেশা ছিল বিভিন্ন বহুতল ভবনের এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে বেড়ানো। কোনো রকম দড়ি বা অন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এ কাজ করতেন তিনি। এবার সেই খেলা দেখাতে গিয়েই মৃত্যু হলো জনপ্রিয় ফরাসি ‘স্টান্টম্যান’ রেমি লুসিডির। হংকংয়ের একটি আবাসনের ৬৮ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর সময় রেমির বয়স হয়েছিল ৩০ বছর। তিনি পরিচিত ছিলেন ‘ডেয়ারডেভিল’ নামেও।

Advertisement

চীনা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, খেলা দেখাতে হংকংয়ের ‘ট্রেগুন্টার টাওয়ার’ কমপ্লেক্সে উঠছিলেন রেমি। কিন্তু হঠাৎই টাল সামলাতে না পেরে ৬৮ তলা থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন>তিন দিনেই চাকরি ছাড়তে বাধ্য হলেন তরুণী

মনে করা হচ্ছে, ওই ভবনের সব থেকে উপরের তলার একটি পেন্টহাউজের বাইরে পা পিছলে গিয়েছিল রেমির। সেখান থেকেই এই দুর্ঘটনা। পড়ে যাওয়ার আগে ঝুলন্ত অবস্থায় তিনি ওই পেন্টহাউজের পরিচারকের কাছে সাহায্য চান বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

Advertisement

জানা গেছে, হংকংয়ের ওই আবাসনের নিরাপত্তারক্ষীদের মিথ্যা বলে ভেতরে প্রবেশ করেছিলেন রেমি। তিনি নিরাপত্তারক্ষীদের জানিয়েছিলেন, এক বন্ধুর সঙ্গে দেখা করতে আবাসনের ৪০ তলায় যাচ্ছেন। যখন নিরাপত্তারক্ষীরা রেমির আসল মতলব বুঝতে পারেন, ততক্ষণে তিনি ৪৯ তলায় পৌঁছে গেছেন।

আরও পড়ুন>বাংলাদেশি নাগরিকদের হারানো পাসপোর্ট ফিরিয়ে দিলো কলকাতা পুলিশ

রেমির জীবনের শেষ কয়েকটি মুহূর্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে নাকি দেখা গেছে, কীভাবে আবাসনের শীর্ষে উঠে এক পাশ থেকে অন্য পাশে ঝাঁপ দিচ্ছেন তিনি।

এমএসএম

Advertisement