দেশজুড়ে

জাম্বুরিতে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় মিরসরাইয়ের মীম

স্কাউট জাম্বুরিতে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেলো চট্টগ্রামের মিরসরাই উপজেলার জেবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মুনতাহিনা আক্তার মীম।

Advertisement

রোববার (৩০ জুলাই) দিনগত রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাত্রা করে সে। মীম মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বদর উদ্দিন ভূঁইয়া বাড়ির গোলাম মর্তুজার মেয়ে।

১ আগস্ট থেকে ১২ আগস্ট দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব স্কাউট সম্মেলনের ২৫তম আসর। এতে বাংলাদেশ থেকেও একটি দল যোগ দেবে। সে দলের সদস্য হিসেবে অংশ নিচ্ছে মীমও।

জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার বলেন, বিশ্ব স্কাউট জাম্বুরিতে আমাদের বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী অংশ নেবে। দেশের হয়ে এমন সম্মেলনে অংশগ্রহণ আনন্দের। জেবি পরিবার তার শিক্ষার্থীদের বিশ্বায়নের যুগে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আমি বিশ্বাস করি শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে যোগদান শুধু মিরসরাই নয়, বাংলাদেশকেও বিশ্ব দরবারে প্রশংসিত করবে।

Advertisement

এসজে/জিকেএস