খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরছেন মুস্তাফিজ

বিশ্বকাপের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে কোন ম্যাচেই এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি বাংলাদেশের এই কাটার মাস্টার। সুপার টেনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজের অভাব বেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন টাইগারদের তরুণ তুর্কি। শুক্রবার টিম অনুশীলন না থাকলেও মুস্তাফিজ ঠিকই অনুশীলনে ব্যস্ত ছিলেন। তাকে নিয়ে সকালেই বের হয়ে যান বোলিং কোচ হিথ স্ট্রিক। একাই বোলিং অনুশীলন করিয়ে এনেছেন বাংলাদেশ দলের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানকে। সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ রিচার্ড হেসেল।এর আগে আশা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান মুস্তাফিজের ফেরার সম্ভাবনা জানিয়ে বলেন, আগামী ম্যাচেই মুস্তাফিজকে পাওয়া যাবে।একই সুর ছিল মাশরাফির কণ্ঠেও। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ এখন আরো সুস্থ হয়ে উঠেছে, আশা করছি আমরা তাকে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচেই পাবো।’এমআর/এমএস

Advertisement