ভীষণ মন খারাপের দিনে
Advertisement
আমার ভীষণ একলা দুপুররৌদ্রটাকে ভীষণ গায়ে মাখিসঙ্গী সাথে স্তব্ধ পুকুরজল তরঙ্গ দেখি।
আমার ভীষণ মেঘের সাথে জমেবৃষ্টিটাকে আকড়ে ধরে রাখিসুখ কিনি তাই ভীষণ কম দামেবিনে পয়সায় দুঃখ পোষা শিখি।
আমার ভীষণ প্রিয় সন্ধ্যাবেলানীড়ে ফেরা পাখিবুকে ভীষণ আকাশ খোলাদিন শেষে সব ফাঁকি।
Advertisement
আমার ভীষণ মন খারাপের দিনেজলে ভেজা নয়ন ঢাকিভীষণ রকম কষ্ট গুনেনিজের ভেতর নিজেই রুখি।
****
সর্বনাশ
উষ্ণ বাতাস, দীর্ঘশ্বাসরোদ ঝরানো দিনেদু’চোখ পানে সর্বনাশতোমায় দিলাম কিনে!
Advertisement
উদাস দুপুর, পদ্মপুকুরমনের খবর জানেবৃষ্টি খানিক টাপুর-টুপুরকোন সে গহীন বনে!
শ্যামল ছায়া, কেমন মায়াঅচিন সুখের টানেভালোবাসায় পূর্ণ খেয়াস্বর্গ সুখের পানে!
মেঘের বাড়ি, সারি সারিনতুন কোন গানেতোমায় ভালোবেসে মরিবলল কানে কানে!
এসইউ/জিকেএস