রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে সোমবার (৩১ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
রোববার (৩০ জুলাই) দিনগত রাতে জাগো নিউজকে এ তথ্য জানান ডিএমপি সদরদপ্তরের যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।
আরও পড়ুন: নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি
তিনি বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।
Advertisement
বিপ্লব কুমার সরকার বলেন, রাজনৈতিক দলের সভা-সমাবেশে নিষেধ নেই। তবে সভা-সমাবেশের নামে বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ বা বক্তব্য সমাবেশে দেওয়া যাবে না।
এর আগে শনিবার (২৯ জুলাই) ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।
নয়াপল্টনে এই সমাবেশ হওয়ার কথা ছিল। পরে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার কথা জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Advertisement
টিটি/জেডএইচ/