দেশজুড়ে

প্রধানমন্ত্রীকে ৩ সমস্যা সমাধানের আহ্বান কাদের মির্জার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ উল্লেখ করে জরুরিভাবে দেশের বিদ্যুৎ, দ্রব্যমূল্য ও ডেঙ্গু সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।

Advertisement

রোববার (৩০ জুলাই) বিকেলে বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস’র প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

কাদের মির্জা বলেন, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ডিবি কার্যালয়ে বসে সোনারগাঁয়ের খানা খায় এবং আমান উল্যা আমানকে ফুল ও ফল পাঠিয়ে চিকিৎসার খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিএনপির রাজনীতির কবর রচিত হয়ে গেছে। ওই দলের নেতাকর্মীরা যা বোঝার বুঝে গেছে।

তিনি বলেন, সারাদেশে আওয়ামী লীগের যে উন্নয়ন হয়েছে তাতে বিএনপি ভোট চাইতে জনগণের কাছে যাওয়ার সাহস করবে না। শুধু তিনটি বিষয়ে কিছুটা সমস্যা আছে, তা হলো লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব। এ তিন বিষয়ে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাচ্ছি।

Advertisement

বসুরহাট পৌরসভার মেয়র বলেন, দুই উপজেলা নিয়ে নোয়াখালী-৫ আসন। কবিরহাটের কথা বলতে পারবো না। তবে কোম্পানীগঞ্জে আমরা ওবায়দুল কাদেরকে বিপুল ভোটে জয়লাভ করাবো। উনি গত সপ্তাহে দেখা করে গেছেন। এটাই উনার ভোট। সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে এখন আমরা এক। এভাবে থাকলে ভোটের মাঠে বিএনপি-জামায়াত আমাদের ধারে কাছেও আসতে পারবে না। এখন আমরা ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইবো। সরকারের উন্নয়নের কথা বলবো। আর যে তিনটি সমস্যা আছে তা অচিরেই সমাধান হয়ে যাবে।

কূটনৈতিকদের সমালোচনা করে কাদের মির্জা বলেন, তারা অখ্যাত হিরো আলমের পক্ষে বিবৃতি দেয়। তাদের (কূটনৈতিক) জ্ঞানের সমস্যা আছে। দেশের মানুষ এত বোকা নয় যে তাদের কথায় কান দেবে।

সমাবেশে আরও বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, জেলা আওয়ামী লীগ নেতা ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ইউনুস প্রমুখ।

পরে কাদের মির্জার নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বসুরহাট পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

Advertisement

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জিকেএস