বিনোদন

দেশে ফিরে জায়েদ খান জানালেন ‘চমক আছে’

দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন চিত্রনায়ক জায়েদ খান। রোববার (৩০ জুলাই) ভোর ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

Advertisement

যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন জায়েদ খান। এর পাশাপাশি সেখানকার বিভিন্ন রাজ্য ঘুরে বেরিয়েছেন।

আজ জায়েদ খানের জন্মদিন হওয়ায় সকাল থেকে ভক্তরা তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি মিডিয়াকর্মী ও শোবিজের তারকারাও তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। তবে জায়েদ জন্মদিনের কোনো অনুষ্ঠান করবেন কি না তা জানা যায়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ফুরফুরে মেজাজে জায়েদ খান

Advertisement

বিমানবন্দরে নেমেই গণমাধ্যমকর্মীদের কাছে পেয়ে আনন্দ প্রকাশ করে জায়েদ খান বলেন, আজ আমার জন্মদিন। আপনারা আমাকে চমকে দিয়েছেন। আমি অনেক খুশি। দীর্ঘ এক মাসের বেশি সময় পর দেশে এলাম। জন্মদিনের সবচেয়ে বড় চমক হলো আপনারা এত কষ্ট করে বিমানবন্দরে আমার জন্য অপেক্ষা করছেন। শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন। এটিই জন্মদিনে আমার বড় পুরস্কার।

জায়েদ খান আরও বলেন, আপনারা আছেন বলেই আমাদের খবরগুলো মানুষের কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের বড় বন্ধু। বাংলাদেশে আমার কিছু কাজের চমক আছে। পরে আপনাদের বলবো, আজ বলবো না।

আরও পড়ুন: ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন জায়েদ খান

যুক্তরাষ্ট্রে গিয়ে পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে জায়েদ খান বলেন, টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনার সামর্থ্য আমার নেই। আর টাকা দিয়ে এ অ্যাওয়ার্ড কিনে আমার কিছু করারও নেই। কেননা আমি কোনো রাজনৈতিক দল গঠন করবো না। অনেকে এ নিয়ে নানান কথা বলছেন। এসব নিয়ে আমি কোনো কথা বলবো না।

Advertisement

এ প্রসঙ্গে জায়েদ খান আরও বলেন, ভালো কিছু করতে গেলে কথা হবেই। আমি শুধু একটা কথাই বলব, সমালোচনা করে তারাই, যারা পাওয়ার যোগ্যতা রাখে না। আমি অর্জন করেছি, এটা অর্জন আমার। যারা সমালোচনা করে তারা সমালোচনা করবে। আপনি পৃথিবীতে শত ভালো কাজ করলেও কোনো আলোচনা হবে না। সবার উৎসাহিত করা উচিত ছিল যে, আমার বাঙালি ভাই তো পেয়েছে।

বিমানবন্দরে নেমে তিনি যুক্তরাষ্ট্র ভ্রমণের কিছু অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। সবশেষে তিনি জানান, এখন কাজে পূর্ণ মনোযোগ দেবেন।

২০০৮ সালে খ্যাতিমান নির্মাতা মহম্মদ হান্নান পরিচালিত ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নাম লেখান জায়েদ খান। সিনেমার পাশাপাশি তিনি বিজ্ঞাপনে মডেলিংও করেছেন।

এমআই/এমএমএফ/এমএস