আগামীকাল রোববার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। ওই বিক্ষোভ সমাবেশে সহযোগিতা চেয়ে ঢাকা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছে দলটি।
Advertisement
শনিবার (২৯ জুলাই) ঢাকা জেলা জামায়াতের লিগ্যাল টিমের ৩ সদস্যের প্রতিনিধি দল এই আবেদন জমা দেয়। পুলিশ সুপারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আবেদন গ্রহণ করেছেন বলে জানিয়েছে জামায়াতের প্রতিনিধি দল।
আরও পড়ুন: ঢাকা ও আশপাশের জেলায় র্যাবের নিরাপত্তা জোরদার
ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এ বি এম কামাল হোসাইনের সই করা আবেদনে বলা হয়েছে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ৩০ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় শান্তিপূর্ণ মিছিল করতে পুলিশের সহযোগিতা কামনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ।
Advertisement
অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলটির কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করবে জামায়াত।
আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সংলাপ-সমঝোতার বিকল্প নেই
জামায়াতের লিগ্যাল টিমের পক্ষে ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট বাবুল আকতার (বাবু), অ্যাডভোকেট ইব্রাহিম খলিল ও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মন্ডল।
পরে এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মন্ডল সাংবাদিকদের বলেন, আগামীকাল জামায়াত শান্তিপূর্ণ মিছিল করবে। তাদের এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের আন্তরিক সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে। আশা করি পুলিশ আবেদন মঞ্জুর করবে এবং সব ধরনের সহযোগিতা করবে।
Advertisement
এফএইচ/কেএসআর