পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও বাংলাদেশকে নিয়ে সম্ভাবনার কথা জানালেন কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। বাংলাদেশের সামনে এখনো তিনটি ম্যাচ রয়েছে। সেগুলোতে আশা হারাতেও মানা করেছেন তিনি। তাছাড়া মাশরাফির এ দলটাকে বিপজ্জনক দল হিসেবেও আখ্যায়িত করেছেন। কিন্তু বাংলাদেশ দলের একজন বিগ হিটার ব্যাটসম্যান দরকার বলেও অভিমত ব্যক্ত করেছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের মারকুটেতে তেমন কোন ব্যাটসম্যান নেই। দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিক পত্রিকায় লেখা কলামে তিনি বলেন, ‘বাংলাদেশের সমস্যা হচ্ছে, তাদের কোনো বিগ হিটার নেই। শেষ দিকে ভালো করার জন্য সাত বা আট নম্বরে তাদের একজন বিগ হিটার দরকার।’ কিন্তু বাংলাদেশের শক্তি সম্পর্কেও ভালো জানেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। ‘বাংলাদেশের সাকিব ও মুশফিকের মতো বেশ কয়েকজন চৌকস ক্রিকেটার আছে। সাকিব ফিফটি পাওয়ায় একটু আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। মাহমুদউল্লাহ ভালো করতে পারেনি, এটা বাংলাদেশকে ভুগিয়েছে। মাশরাফি অবশ্য ব্যাট করতে পারে। তবে আমি ওকে আফ্রিদির মতো ওপরে উঠে আসতে বলব না।’বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫৫ রানে হেরেছে বাংলাদেশ দল। সে ম্যাচে পাকিস্তানি বোলার এবং ব্যাটসম্যানরা দাপটের সাথেই খেলে জিতেছে। ম্যাচের শুরু থেকেই সবকিছু নিয়ন্ত্রণে ছিলো শহীদ আফ্রিদিদের এমনটাই মনে করেন ওয়াসিম আকরাম।আরআর/এমআর/পিআর
Advertisement