মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি থেকে রক্ষা পাওয়ার জন্য আওয়ামী লীগ-গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে খাওয়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Advertisement
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন মির্জা ফখরুল। এসময় তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার (৩১ জুলাই) সারাদেশে সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করার ঘোষণা দেন।আরও পড়ুন>> কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে: গয়েশ্বরমির্জা ফখরুল বলেন, আজ রাজধানীতে আমাদের নেতাকর্মীদের ওপর যে অত্যাচারের ঘটনা ঘটেছে। তার প্রতিবাদে আগামী ৩১ জুলাই সারাদেশে সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। রোববারই (৩০ জুলাই) আমরা এ কর্মসূচি পালনের কথা ভেবেছিলাম। কিন্তু আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তাই একই দিনে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করবো, এ গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।আরও পড়ুন>> প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার-ফল-জুস দেওয়া হলো আমানকেআজ কর্মসূচি পালনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের ওপর হামলার পর আওয়ামী লীগ এবং ডিবি পুলিশের পক্ষে থেকে তাদের খাওয়ানোর বিষয়ে মির্জা ফখরুল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি থেকে রক্ষা পাওয়ার জন্য এ কাজ করেছে তারা।কবে নাগাদ এক দফা সরকার পতনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আগামী দুই-একদিনের মধ্যেই সরকার পতনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।আরও পড়ুন>> ডিবিপ্রধান হারুনের সঙ্গে দুপুরের খাবার খেলেন গয়েশ্বর
কেএইচ/এমএএইচ/জেআইএম
Advertisement