লাইফস্টাইল

গরম ভাতের সঙ্গে খান ‘দুধে কাতলা’

মাছে ভাতে বাঙালি। দিনে অন্তত একবেলা পাতে মাছ না থাকলে অনেকেই খাবার খেয়ে তৃপ্তি পান না। বিভিন্ন মাছ দিয়ে হরেক রকম পদ তৈরি করা যায়।

Advertisement

নানা ধরনের মাছের মধ্যে অনেকেরই পছন্দ হলো কাতলা মাছ। অনেকেই ভিন্ন ভিন্ন রেসিপি অনুযায়ী রান্না করেন এই মাছ। তবে চাইলেই কাতলা মাছ দিয়ে রান্না করতে পারেন সুস্বাদু এক পদ।

আরও পড়ুন: জিভে জল আনবে আনারসের হালুয়া

নারকেলের দুধ দিয়ে তৈরি করা এই পদ একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

Advertisement

উপকরণ

১. কাতলা মাছের পেটি ৪টি২. মরিচের গুঁড়া ২ চামচ৩. হলুদ গুঁড়া ২ চামচ৪. গোলমরিচ গুঁড়া ২ চামচ৫. আদা বাটা ২ চামচ৬. রসুন বাটা ২ চামচ৭. কাঁচা আম বাটা ১টি৮. নারকেল দুধ ১/৪ কাপ৯. কারি পাতা১০. সরিষার তেল পরিমাণমতো ও১১. লবণ।

আরও পড়ুন: ডিম-দুধ একসঙ্গে খেলে কি সত্যিই হজমে সমস্যা হয়?

পদ্ধতি

Advertisement

প্রথমে একটি বাটিতে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচা আম বাটা, সামান্য সরিষার তেল ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিন।

তারপর মাছের গায়ে মসলা মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। পাত্রে অল্প তেল গরম করে মাছের টুকরো দিয়ে অল্প আঁচে রান্না শুরু করুন।

আরও পড়ুন: নারকেল বাটায় আমড়ার খাট্টা

মাছের একদিকে ২ চা চামচ নারকেল দুধ দিন। তারপর উল্টে অন্য পাশে আরও ২ চা চামচ নারকেল দুধ দিন।

একই ভাবে প্রত্যেকটি টুকরো রান্না করতে করতে একটু একটু কারি পাতা দিয়ে দিতে পারেন। হয়ে গেলে পরিবেশন করুন সুস্বাদু নারকেল দুধে কাতলা।

জেএমএস/এমএস