খেলাধুলা

সুস্থ হলেই খেলবেন মুস্তাফিজ

বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। পরের দুই ম্যাচ খেলতে কলকাতা থেকে বাঙ্গালুরুতে এসে পরেছে দল। সামনে আরো কঠিন পরীক্ষা। অস্ট্রেলিয়ার সাথে ২১ তারিখ বাঙ্গালুরুতে মাঠে নামবে মাশরাফিরা। কিন্তু এখনো সংশয় কাটেনি মুস্তাফিজকে নিয়ে। বিশ্বকাপে এখন পর্যন্ত কোন ম্যাচ খেলতে পারেনি মুস্তাফিজ। ইনজুরি ভোগাচ্ছে মুস্তাফিজকে সাথে ভোগাচ্ছে বাংলাদেশকেও। পাকিস্তানের বিপক্ষে খেলার কথা থাকলেও শেষ সময়ে তাকে আর দলে নেয়া হয়নি। মাশরাফি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ খেলার জন্য বেশ ক্লোজ ছিল। খুব করে চাচ্ছিলাম ম্যাচটিও খেলুক। কারণ প্রথম ম্যাচ সব সময়ই কঠিন। শেষ পর্যন্ত ওকে নিতে পারিনি।’অস্ট্রেলিয়ার সাথে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপেও একগ্রুপে পরেছিল বাংলাদেশ। কিন্তু সেদিন বৃষ্টি কেড়ে নিয়েছিল অসিদের সাথে বাংলাদেশের ম্যাচটি। এবার অন্তত অসিদের বিপক্ষে খেলার ব্যপারে আশাবাদী মাশরাফি এবং সেটা মুস্তাফিজকে সাথে নিয়ে দেখাতে চান তিনি। তবে সংশয় আছে মুস্তাফিজের পুরো সুস্থ হওয়া নিয়ে। সুস্থ হলেই কেবল মুস্তাফিজকে মাঠে নামাতে চান মাশরাফি। ‘এ মুহূর্তে ও দলের সেরা বোলার। আমরা চাইছি ও যখন সুস্থ হবে তখন খেলবে। আসা করব, সামনের ম্যাচে খেলবে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোন কন্ডিশনে খেলাটাই কঠিন। সেখানে বাংলাদেশ তাদের থেকে যোজন যোজন পিছিয়ে। মুস্তাফিজ ফিট হয়ে মাঠে নামলেই হয়তো দূরত্বটা কিছুটা কমানো যেত।  আরআর/এমআর/পিআর

Advertisement