কনটেইনার হ্যান্ডলিংকারী সেরা ১০০ বন্দরের বৈশ্বিক তালিকায় তিন ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক সংবাদমাধ্যম ‘লয়েডস লিস্ট’ ২০২২ সালের তালিকা প্রকাশ করেছে। তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৭তম। এর আগের ২০২১ সালের তালিকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরের অবস্থান ছিল ৬৪তম। ফলে এক বছরের ব্যবধানে তিন ধাপ পিছিয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর।
Advertisement
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে নিয়মিত ভিড়তে পারবে ১০ মিটার গভীরতার জাহাজ
লয়েডস জানিয়েছে, ২০২২ সালে চট্টগ্রাম বন্দর ৩১ লাখ ৪২ হাজার ৫০৪ টিইইউস (টুয়েন্টি ফিট ইকোভেলেন্ট ইউনিট-২০ ফুট সমতুল্য একক) কনটেইনার হ্যান্ডলিং করেছে। এর আগের বছর যা ছিল ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮ টিইইউস। ফলে এব বছরে কনটেইনার হ্যান্ডলিং কমেছে ২ দশমিক ২ শতাংশ।
আরও পড়ুন: বন্দর থেকে যেভাবে খালাস হয় আমদানিপণ্য
Advertisement
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ২০২২ সালের লয়েডস লিস্ট ১০০ সেরা বন্দরের তালিকা প্রকাশ করেছে। এতে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৭তম।
করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি কম হওয়ায় পোর্ট পারফরমেন্সে কিছুটা প্রভাব পড়েছে উল্লেখ করে তিনি বলেন, করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। সারা বিশ্বে ডলারের সংকট তৈরি হয়েছে। এতে কমেছে আমদানি। যে কারণে কমেছে কনটেইনার হ্যান্ডলিং। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ও জেটি সুবিধা বাড়ছে। এতে চলতি বছরের কনটেইনার হ্যান্ডলিং বাড়বে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: সিঙ্গাপুর-কলম্বোর বিকল্প মোংলা-চট্টগ্রাম বন্দর চায় ভারত
বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর লয়েডস লিস্টের তালিকায় ২০১৪ সালে ৮৬তম, ২০১৫ সালে ৮৭তম, ২০১৬ সালে ৭৬তম, ২০১৭ সালে ৭১তম, ২০১৮ সালে ৭০তম, ২০১৯ সালে ৬৪তম, ২০২০ সালে ৫৮তম এবং ২০২১ সালে ৬৭তম স্থানে ছিল।
Advertisement
ইকবাল হোসেন/কেএসআর/এএসএম