বিনোদন

সামিনা চৌধুরীর সঙ্গে প্রথমবার সিনেমায় গাইলেন যায়ান

নতুন প্রজন্মের সংগীতশিল্পী যায়ান আবেদিন প্রথমবারের মতো সিনেমায় প্লেব্যাক করেছেন। এতে তার সহশিল্পী ছিলেন দেশের বরেণ্য সংগীতশিল্পী সামিনা চৌধুরী।

Advertisement

এ গানটি ‘ডন অব এশিয়া’ সিনেমার জন্য তৈরি করা হয়েছে। গানটির গীতিকার শ্রাবণী মজুমদার। এর সুর ও সংগীতায়োজন করেছেন আইয়ুস দাস ( ভারত)। ‘রেকর্ড স্টুডিও বাজনা’তে গানটির রেকডিং সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: ঈদে আসছে যায়ান আবেদিনের ‘বলছি মেয়ে শোনো’

জানা গেছে, ‘ডন অব এশিয়া’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাবুল রেজা। এটি প্রযোজনা করেছেন কার্তিক রঞ্জন শীল।

Advertisement

আরও পড়ুন: ইকবাল খন্দকারের ‘গান আলাপন’ অনুষ্ঠানে সামিনা চৌধুরী

প্রথমবার সিনেমায় প্লেব্যাক সম্পর্কে যায়ান আবেদিন বলেন, আমার প্রথম চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ পাওয়ার চেয়ে বেশি আনন্দ লাগছে সহশিল্পী হিসেবে সামিনা চৌধুরী ম্যামকে পেয়ে। এমন একজন কিংবদন্তি সংগীতশিল্পীর সঙ্গে গান গাইতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার।

তিনি আরও বলেন, চলচিত্রে আমার প্রথম শুরুটা এমন সুন্দর হবে তা ভাবতেও পারিনি। যে মানুষটিকে চ্যানেল আই সেরাকণ্ঠে আমার বিচারক হিসেবে ছিলেন। তার সঙ্গে চলচ্চিত্রের গানে আমার অভিষেক হচ্ছে তা সত্যি আনন্দের ব্যাপার।

এমএমএফ/এএসএম

Advertisement